২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন ইউপি চেয়ারম্যান আবু ছালেহ্

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম সাতকানিয়া উপজেলার ০৬ নং এওচিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু ছালেহ রোজ শনিবার ১৩ জানুয়ারী ২০২৪ ইং এওচিয়া ইউনিয়ন পরিষদে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি ৷ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় হতদরিদ্র মানুষের জনজীবন।শীতের এই তীব্রতা বেশি কাবু করেছে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন ইউপি চেয়ারম্যান আবু ছালেহ।মাননীয় প্রধানমন্ত্রীর উপহার অসহায় মানুষদেরকে দেওয়ার জন্য, সাতকানিয়া উপজেলা প্রশাসন কর্তৃক দেওয়া দুস্থ মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি৷শনিবার দুপুর ২ ঘটিকার সময় এওচিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রায় ৩০০’শত কম্বল বিতরণ করেন চেয়ারম্যান মোঃ আবু ছালেহ।কম্বল বিতরণ অনুষ্ঠানে এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন এওচিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, পরিষদ সচিব মোঃ জমির উদ্দিন, ইউপি সদস্য মোঃ আব্দুল ওয়াহাব (শাহ আলম), মোঃ ইলিয়াস সুমন, নারী সদস্য সহ সকল গ্রাম পুলিশ।ইউপি চেয়ারম্যান আবু ছালেহ গণমাধ্যমকে বলেন ,আপনারা জানেন,বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত,মানুষের পাশে সরকারের পাশাপাশি,আমার পরিচালিত গোলাম হোসেন ফাউন্ডেশন,ব্যাপক খাদ্য সামগ্রী বিতরণ করেছেন,তারই ধারাবাহিকত,মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ রুপকল্পে,সকল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে,এবং আমার ইউনিয়নে ,কোন অসহায় মানুষ ,শীতে কষ্ট পাবে না,পর্যায়ক্রমে সকলকে শীতবস্ত্র দেওয়া হবে,আপনারা জানেন,বিগত দ্বাদশ নির্বাচনে,সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি,এম এ মোতালেব সিআইপি বিপুল ভোটে জয় হয়েছেন,যাহা সাতকানিয়া লোহাগাড়ার জন্য নজরবিহীন,সরকারের পাশাপাশি,সেচ্চাসেবী এবং বৃত্তশালীদের অনুরোধ করবো ,গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ লাগবে পাশে থাকার ৷

এওচিয়া ইউনিয়ন পরিষদের ৯ টি ওয়ার্ডের প্রায় ৩’শত দুঃস্থ, অসহায় ও শীতার্ত লোকজনের মধ্যে এ সমস্ত কম্বল বিতরণ করা হয়।

মন্তব্য

<img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

আরও পড়ুন

You cannot copy content of this page