লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি>>>
নড়াইলের লোহাগড়া উপজেলার ৫৬ নং মোচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি কমিটি গঠনের অনিয়মের অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।লিখিত অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১১ জুন তারিখে ৫৬ নং মোচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন এস এম সি কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক সভা আহ্বান করেন। ওই দিন সকালে লোহাগড়া উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ প্লাবনের ছেলে কে প্রথম শ্রেনীতে ভর্তি করে। একই দিন বিকালে অভিভাবক সভা শেষে প্লাবন কে সভাপতি করেন প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর আবেদন করেছে ।সাবেক কমিটির সদস্য শাহাদত হোসেন বলেন প্রধান শিক্ষক সরকারি বিধিকে উপেক্ষা করে কিভাবে একজন সরকারি কর্মকর্তাকে বিদ্যালয়ের সভাপতি করবেন এটা কোন নিয়মে নেই ।মোচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদ হোসেন বলেন এলাকার কিছু লোকের চাপে পড়ে প্লাবনের নাম বিদ্যুৎশাহী তালিকায় অফিসে পাঠিয়েছি। এখনো কমিটি ঘোষণা করা হয় নাই।নড়াইল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন বিধি মোতাবেক সরকারি কর্মকর্তা কোন প্রতিষ্ঠানের সভাপতি হতে পারবে না।
মন্তব্য