জেলা প্রতিনিধি নড়াইল>>> নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঢাকা-কালনা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া উপজেলা গেট সংলগ্নে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অব:) মো: মঞ্জুরুল ইসলাম প্রিন্স,বিএনপি নেতা শ.ম লুৎফার রহমান,জেলা বিএনপির দপ্তর সম্পাদক টিপু সুলতান,জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালেহ বেগম,জেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুস সবুর,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মশিউর রহমান সান্টু,বিএনপি নেতা ও পৌর কাউন্সিলর মিলু শরিফ,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এ সাইফুল্লাহ মামুন, উপজেলা যুবদলের সদস্য সচিব আহাদুজ্জামান বাটু,জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদুজ্জামান (আহাদ),সোহেল রানা লাক্সমি,মুসতাহিদুর রহমান আমিন, আশিকুর রহমান স্বপন,তানভীর,ধলু,ইঞ্জিনিয়ার তাইবুল হাসান, মাসুদ রানা,সালাউদ্দিন খান,রিয়াজুল ইসলাম মুন্না,ফরহাদসহ বিএনপির অসংখ্য নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।বক্তারা বলেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম একজন সৎ ও মানবিক কর্মকর্তা।তার দায়িত্ব কালীন সময়ে রাত-দিন,ঝড়-বৃষ্টি উপেক্ষা করে যেখানে সমস্যার কথা শুনেছেন তিনি সেখানেই ছুটে গিয়ে স্থানীয় জনগণের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করেছেন।এ সময় বক্তারা আরও বলেন,ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার্থে তিনি ধৈর্য্যর সাথে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ভূমিকা পালন করেছেন যা দেশের মধ্যে নজিরবিহীন।এজন্য লোহাগড়ার মানুষের সকলের একটায় প্রাণের দাবি লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলামের বদলির আদেশ বাতিল করত স্ব-স্থানে বহাল রাখার জন্য প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের নিকট দৃষ্টি আকর্ষণ করেন।
মন্তব্য