১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
শেখেরখীল ইউপি চেয়ারম্যান মাও মোরশেদের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক চট্টগ্রামে স্ত্রীকে হত্যার সাত দিন পর হত্যাকারী স্বামী আটক করেছে পুলিশ সড়কপথ পরিণত হয়ে উঠছে মৃত্যুকূপে নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু,আহত ১ কোতোয়ালী থানা আলকরণ ওয়ার্ড জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বারইয়ারহাট পৌরসভা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক লিটন হাসপাতাল থেকে বাড়িতে: সংবাদ পেয়ে দলীয় নেতা-কর্মীরা হুমড়ি খেয়ে পড়ে তাকে দেখতে! বাঁশখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত।  ইউপি সদস্যের কবল থেকে জমি উদ্ধার চেয়ে বিধবার সংবাদ সম্মেলন পেকুয়ায় বিধবার বসতবাড়ি উচ্ছেদ করে জবর দখলে মরিয়া প্রভাবশালীরা চাটখিলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক:
দিল্লিতে বাংলাদেশ দূতাবাস ঘেরাও কর্মসূচি ১০ ডিসেম্বর দামেস্কে ঢুকে পড়েছেন বিদ্রোহীরা,পালিয়েছেন আসাদ বাংলাদেশিদের না পাওয়ায় ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় কলকাতা মিশনে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করল বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায় ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী  সড়ক দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিস বাংলাদেশসহ যেসব দেশে গ্রেপ্তার হতে পারেন নেতানিয়াহু প্রয়োজনীয় সব সংস্কারে প্রস্তুত আছি, সবার পরামর্শ চাই: ড. ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন  মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতি – বড়ো ধরনের যুদ্ধ এড়াতে বিশ্বনেতাদের উদ্যোগ জরুরি
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> লালমনিরহাট
  • লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।
  • লালমনিরহাটে বিদ্যুৎপৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    মোঃ সুমন মিয়া লালমনিরহাট জেলা প্রতিনিধি>>> লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ওয়ার্ডের সুলতান দর্জির বড় ছেলে মোঃ রাদিব হাসান (১৬) বিদ্যুৎপৃষ্টে মারা যায়।৮ নভেম্বর,শুক্রবার দুপুর ১১.৩৫ সময়ে বাড়ির পাশে জলপাই গাছে জলপাই পারতে উঠে।ঐ গাছের ডালের সামান্য কাছেই ছিল বিদ্যুৎ লাইন।গাছের ডালে উঠতেই ডালটি বিদ্যুৎ এর তারের সাথে লেগে,রাদিব চিৎকার করে মা আমাকে বাঁচাও,চাচী আমাকে বাঁচাও।সকলের চিল্লা – চিল্লিতে আশেপাশের লোকজন বাঁশ দিয়ে আঘাত করে ছেলেটিকে গাছ থেকে মাটিতে নামায়।রংপুর মেডিকেলে চিকিৎসা ধীন অবস্থায় দুপুর ১২.২০ মিনিটে মারা যায়।ছেলেটির চাচী বলেন,রাদিব নিজের চোখে মৃত্যু দেখেছে। আল-আমিন নামে একজন প্রতিবেশি বলেন,আমরা রাদিবকে হাত-পা ছেড়ে দিতে বলি, কিন্তু রাদিব উত্তর দেয়,আমিতো ছেড়ে দিছি, আমাকে ছাড়তেছে না।যখন রাদিব বুঝতে পারে আর বাচঁবে না,তখন দোওয়া বলা শুরু করেন– লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সঃ)।রাদিবের বাবা সুলতান বলেন,সন্তানের ঘাড়ে বাবার লাশ উঠবে,আমি কি ভাবে আমার ছেলের লাশ ঘাড়ে নিবো!!!আল্লাহর কি এটাই — বলতে বলতে আর বলতে পারলেন না।রাদিবের বন্ধু নাহিদ ইসলাম বলেন, আমার বন্ধু আমাদের রেখে এভাবে চলে যাবে এটা মানতে পারতেছি না- বলেই কেঁদে ওঠে।আর এক বন্ধু সজল রায় পাপন বলেন, রাদিব মারা গেছে,এটা আমি মানতে পারবো না, বলেই অজ্ঞান হয়ে যায়।রাদিবের স্যার মোঃ সুমন মিয়া বলেন, রাদিব শিয়ালখোওয়া প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের এসএসসি ২০২৫ এর ব্যাচ।তাদের ক্লাসে মোট শিক্ষার্থী ২৯ জন, ছেলে ১২ জনের মধ্যে রাদিব প্রথম সারির ছাত্র।লেখা-পড়া, ব্যবহার, ভদ্রতার কোন কমতি ছিল না তার মধ্যে। রাদিবের অকাল মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে গেছে।মহান আল্লাহর কাছে দোওয়া করি,রাদিবকে যেন জান্নাতুল ফেরদৌসের বাসিন্ধা হিসেবে কবুল করে নেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page