২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • এক্সক্লুসিভ >> চিত্র বিচিত্র >> দেশজুড়ে >> রাজশাহী >> সোস্যাল মিডিয়া
  • রূপপুর প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা
  • রূপপুর প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    জামাল হোসেন পাবনা জেলা প্রতিনিধি>>>

    পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিট ও গ্রিড নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম।ঈশ্বরদীর রূপপুরে প্রকল্প এলাকা পরিদর্শন ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।জানা গেছে, প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনকে সামনে রেখে চলতি বছরের অক্টোবরের মধ্যে জ্বালানিপ্রাপ্তি, আগামী বছরের মাঝামাঝি সময়ের মধ্যে জ্বালানি লোডিং ও স্টার্ট-আপ সম্পন্ন করা হবে, গ্রিডের সঙ্গে সিংক্রোনাইজেশন এবং ইভ্যাকুয়েশন। অর্থাৎ গ্রিডের সঙ্গে খাপ খাওয়ানো বা সমন্বয় বিধান ও গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন শুরু, যা পর্যায়ক্রমে করা হয়।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শহীদ হোসাইন, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জিয়াউল হাসান, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হাবিবুর রহমান, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, পাওয়ার সেল-এর মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. মনিরা সুলতানা, পিজিসিবির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আলম বকসি, ঈশ্বরদীর ইউএনও সুবীর কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুমার গোস্বামীসহ দুই মন্ত্রণালয় এবং রূপপুর এনপিপির ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page