আলমগীর আল আরাফ রাজবাড়ী জেলা প্রতিনিধি >>> রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় পানির ট্যাংক ভেঙে পড়ে কানিজ ফাতেমা (১৩) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে একই ঘটনায় আহত হয়েছে মিমআক্তার (১৪) নামের আরেক ছাত্রী।জানাযায়, মঙ্গলবার (৩ জুন) ভোরে বহরপুর নুরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানায়।নিহত কানিজ ফাতেমা কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের চর শ্রীপুর গ্রামের মো. কাউসারের মেয়ে। সে মাদ্রাসাটির মক্তব বিভাগে শিক্ষার্থী ছিল। আহত মিম আক্তার বহরপুর ইউনিয়নের পাকালিয়া গ্রামের মো. জসিম উদ্দিনের মেয়ে এবং হেফজ বিভাগে পড়তো।এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস সামাদ জানান, ফজরের নামাজ পড়ার জন্য ভোর ৪টা ৫০ মিনিটে কানিজ ও মিম ওযু করতে যায়। এ সময় ওযুখানার পাশের সিমেন্টের খুঁটির ওপর বসানো এক হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংকটি হঠাৎ ভেঙে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা প্রাণ হারায় এবং মিম গুরুতর আহত হয়। পরে মিমকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার মাথায় সেলাই করা হয়েছে এবং বর্তমানে সে নিজ বাড়িতে অবস্থান করছে।বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, নিহত ছাত্রীর মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।স্থানীয়দের দাবি, অবহেলাজনিত কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা মাদ্রাসাটির অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিতে দ্রুত
মন্তব্য