মীর জাহেদ রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি >>> চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর কাটাখালি এলাকায় ক্ষেতে পানিসেচ দিতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম সাগর (২০) তিনি চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সন্দ্বীপ পাড়ার কালাবাইজ্জাঘোনা এলাকার জয়নালের ছেলে।প্রত্যক্ষদর্শী সাগরের মামা জাবেদ জানান, আজ ৩০ অক্টোবর দুপুর থেকে রবি শস্য ক্ষেতের ফসলে কুলকুরমাই খাল থেকে সেচ দিতে যান সাগর। সে পাম্প মেশিনের পাশেই ছিল। বিকাল ৩টার পরে আমি মেশিনের পাশে এসে দেখি ভাগিনা নেই। এদিক সেদিক খুঁজে না পেয়ে আশপাশের লোকজনকে ডেকে খালে ডুব দিয়ে পানির ভিতর তাকে খুঁজে পায়। সেখান থেকে তাকে খালের পাড়ে তুলে তার সাড়া শব্দ না পেয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। তখন কর্তব্যরত চিকিৎসক তার ইসিজি পরীক্ষা করে মৃত্যু নিশ্চিত করেন।উপজেলা মেডিকেল অফিসার ডা. জেসমিন সুলতানা জানান সাগরকে স্বাস্থ্য কমপ্লেক্সেে আনার অন্তত আধাঘন্টা আগে তার মৃত্যু হয়েছে।











মন্তব্য