কলমে মুবিনুল হক >>>
যুহরের সিজদায় মেলে রহমতের আলো,
দিনের বেলা যখন সূর্য ওঠে ভালো।
চোখের পাতায় নামে প্রশান্তির ঘুম,
রাব্বুল আলামিনের রহমত আনমলুম।
চার রাকাত নামাজ, শান্তির ঠিকানা,
প্রভুর কাছে নিবেদন করি, মনের কাব্যগাঁথা।
সিজদায় মাথা রেখে বলি আল্লাহু আকবার,
এই নামাজেই মেলে জান্নাতের পথের খবর।
বিশ্ব যখন ব্যস্ত, জীবনের যত ভার,
যুহরের নামাজে মেলে হৃদয়ের করণীয় উপহার।
পাপের জঞ্জাল মুছে যায় এই সিজদায়,
প্রভুর কাছে মাফ চেয়ে নিঃস্বার্থ প্রার্থনায়।
হৃদয়ে জমে থাকা যত ক্লান্তি, ব্যথা,
যুহরের নামাজেই পাই আল্লাহর নিকট পথা।
দিনের মাঝে শান্তি, জীবনে পুণ্যের আলোক,
এই নামাজেই লুকায় সফল জীবনের প্রতিশ্রুত শোভা।
যুহরের নামাজ, ভরে দেয় ইমানের জাগরণ,
প্রতিটি রাকাতে মেলে প্রভুর অশেষ সম্মান।
আসুন সবাই পড়ি, যুহরের নামাজ,
প্রভুর দয়ার আশা রেখে পূর্ণ করি কাজ।
মন্তব্য