১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
পেকুয়ায় সমলয় পদ্ধতিতে ৫০ একর ধান চাষের শুভ উদ্বোধন তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক অনলাইন জুয়া খেলা নিয়ে বন্ধুকে খুন মার্কিন যুবকের সাথে কক্সবাজারের তরুণীর প্রেম অত:পর যা ঘটেছে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমানের দাফন সম্পন্ন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত শান্তি নিবিড় পাঠাগার পরিদর্শন করেছেন সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস সাতকানিয়ায় তারুণ্যের উৎসব কাবাডি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত তানোরে আলোচিত আত্মহত্যা প্ররোচনা মামলা ধাঁমাচাপা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নতুন সচিব অধ্যাপক ড. একেএম সামছু উদ্দিন
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • শীর্ষ সংবাদ
  • যুবদল নেতাকে হত্যাচেষ্টা, রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার
  • যুবদল নেতাকে হত্যাচেষ্টা, রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    রাঙ্গুনিয়া প্রতিনিধি>>> রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র‍্যাব)। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাণীরহাট বাজারের একটি বিয়ের ক্লাবের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।গ্রেফতার যুবকের নাম তৌহিদুল ইসলাম মামুন (৩৪)।সে উপজেলার রাজানগর ইউনিয়নের বগাবিলি এলাকার আইয়ুব আলীর ছেলে।ক্লাবের একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীকে হত্যার চেষ্টা চালিয়েছিলো বলে গ্রেফতার মামুনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শরীফ-উল-আলম জানান, বিশেষ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রাঙ্গুনিয়ার রাণীরহাটে অভিযান চালায় র‍্যাব। এ সময় রাণীরহাট কেবিএস কনভেনশন হলের সামনে রাস্তা থেকে তৌহিদুল ইসলাম মামুনকে গ্রেফতার করা হয়।এ সময় তার প্যান্টের পিছনে কোমর থেকে একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।সে এই অস্ত্র দিয়ে স্থানীয় এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার করে আসছিলো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়।পরে তাকে আইনানুগ রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়।তবে গ্রেফতার মামুনের বিরুদ্ধে উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী দাবি করে জানান,মামুনসহ একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে বিয়ে অনুষ্ঠানে এসেছিলো।সুযোগ বুঝে হামলার চেষ্টার একপর্যায়ে তাদের গতিবিধি বুঝতে পারেন বিয়ে অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিরা।তারা এই দুর্বৃত্তদের ধাওয়া দেন।এ সময় একজনকে অস্ত্রসহ মামুনকে ধরে ফেলা হয়।আটক মামুন আলোচিত প্রবাসী ইউসুফ আলী হত্যা মামলার ৩নং আসামি ছিলো।এটি ছাড়াও তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলাসহ আরও একাধিক সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে।তবে গ্রেফতার মামুনকে জিজ্ঞাসাবাদ করে বাকীদেরও গ্রেফতারের দাবি জানান এই জেলা যুবদল নেতা।গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. কামরুজ্জামান জানান, মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page