নিজস্ব প্রতিবেদক,ঢাকা>>> রাজধানীর মোহাম্মদপুরের বিহারি ক্যাম্পে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে।এ ঘটনায় শিশুসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছে।তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।আজ শনিবার সন্ধ্যায় জেনেভা সেক্টর ৪-এর জয়নাল হোটেল মোড়ে এই ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান,ঘটনাস্থলে একটি মরদেহ রেখে জানাজার প্রস্তুতি নিচ্ছিল স্থানীয়রা।এসময় মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেলের নেতৃত্বে কয়েকজন স্থানীয়দের ওপর এই হামলা চালায়।এ সময় একজন শিশুসহ শ্রমিক আহত হন।বিহারি ক্যাম্পের বাসিন্দারা জানান,বুনিয়া সোহেল বেশ কয়েকদিন ধরে জেনেভা ক্যাম্পের চার নম্বর সেক্টরে মাদক ব্যবসা করার পাঁয়তারা করছিল।কিন্তু স্থানীয়রা মাদক বিস্তার রোধে মাদক ব্যবসায়ীদের নিষিদ্ধ ঘোষণা করে।এর জেরেই মাদক ব্যবসায়ী গ্রুপটি ৪ নম্বর সেক্টরের বাসিন্দাদের ওপর হামলা চালায়।ঘটনাস্থলে এখানেও থমেথমে অবস্থা বিরাজ করছে।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান গোলাগুলির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কতজন আহত হয়ে তা নিশ্চিত জানাতে পারেননি তিনি।গত ২৪ অক্টোবর বিহারি ক্যাম্পে দুই পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।ওই ঘটনায় এক যুবক আহত হন। এর আগেও ৪ নম্বর সেক্টর ছাড়াও বিহারি ক্যাম্পে গোলাগুলির ঘটনা ঘটে।এসব ঘটনায় নিহতও হয়েছে কয়েকজন।
মন্তব্য