কলমে- নিত্যানন্দ বিশ্বাস >>>
তাং- ০২।৬।২০২৩
মক্কায় জমজম,বৃন্দাবনে গমগম।
মেঘ থমথম,বৃষ্টি ঝমঝম।
কাজে ঠনঠন,বাজে খনখন।
বাতাস হনহন,শীতে কনকন।
নরম তুলতুল,দোলে দুলদুল
ঝর্না কলকল,চুড়ি ঢলঢল।
পানি টলটল,জামা ঝলঝল।
হাসি খলখল,চোখ ছলছল।*
কাটে ঘচঘচ,কামড়ে কচকচ।
জিহবা লকলক,রং ফকফক।
ঘাম দরদর,ভাঙে মরমর।
স্রোত তরতর,কাঁপে থরথর।
শুকনা খসখস,রসে টসটস।
সাপ ফসফস,বালু ভসভস।
উত্তর পটপট,মন ছটফট
অন্ধকার ঘুটঘুট,জ্যোৎস্না ফুটফুট।
আস্কর,আগৈলঝাড়া, বরিশাল
বাংলাদেশ।
মন্তব্য