সালাহ্উদ্দিন ফারুকী,বাঁশখালী উপজেলা প্রতিনিধি >>> বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাঁশখালী উপজেলার নবগঠিত কমিটির পরিচয়পর্বমূলক প্রথম আনুষ্ঠানিক প্রোগ্রাম আজ শুক্রবার বিকেল ৪টায় পৌরসভার একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।প্রোগ্রামে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে আন্তরিক পরিচিতির পাশাপাশি আগামীর দিকনির্দেশনা ও কর্মপন্থা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে একটি সম্ভাব্য কার্যপরিকল্পনা প্রণয়ন করা হয়, যা সংগঠনের ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনায় সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।পরিচয়পর্ব শেষে অংশগ্রহণকারীরা পটিয়ায় পুলিশের দ্বারা ছাত্রজনতার ওপর সংঘটিত ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানান। এরপর সকলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে এক প্রতিবাদ সমাবেশে অংশ নেন। সমাবেশে বক্তারা ফ্যাসিবাদী শক্তির উত্থান রোধে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ভূমিকা ও কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেন।বক্তারা আরও জানান, ভবিষ্যতে গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত হয়ে সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সংগঠিত ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।











মন্তব্য