নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খড়ের পালায় টিফিনের সময় বাচ্চারা খড়ের পালার উপরে উঠে খেলাধুলা করার কারণে খড়ের পালার মালিক শিশু শ্রেণিতে পড়ুয়া নুসরাত জাহান (৫) নামের বাচ্চাকে বেধরক মারপিট করে আহত করেছে। ১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে কুড়িগ্রামে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে, আহত শিশু নুসরাতের বাবা আঃ লতিফ জানায় আমার মেয়ে সহ আরো কয়েকজন ছাত্র টিফিনের সময় স্কুলের মাঠে নাজির হোসেনের খড়ের পালায় খেলাধুলা করার জন্য উঠেছে সেজন্য নাজির হোসেন আমার মেয়ে বাচ্চাকে এমন ভাবে মারপিট করেছে, যে মাইর সহ করতে না পেরে পড়নের কাপরে প্রস্রাব করেছে আমি খবর পেয়ে তখনি গিয়ে মেয়েকে আহত অবস্থা পেয়ে স্কুলের শিক্ষকদের জানাই তারা আমার কথার কোন গুরুত্ব না দেওয়ায় কোন কিছু না বলায় মেয়ের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করাই, আমার অবুঝ বাচ্চাকে এভাবে অমানবিকভাবে মারপিটের বিচার চাই,এবিষয়ে নাজির হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান,খড়ের পালার উপরে ৭-৮জন বাচ্চা উঠে খেলাধুলা করতে ছিলো আমি গিয়েছি আমাকে দেখে লাফ দিয়ে নেমে দৌড়ে ক্লাসে গিয়েছে,আমি মারপিট করিনি। নাজির হোসেন সম্পর্কে এলাকার অনেকে জানায়,বিগত দিনে নাজির তার জমিতে গরু ছাগল যাওয়ার কারনে গরু ছাগলের পা ভেঙে দিতেন,পাখি মারার জন্য কীটনাশক দিয়ে রাখতেন।
মন্তব্য