৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
৩০০নং আসনে সাচিং প্রু জেরীর পক্ষে ১নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে বালাঘাটায় ধানের শীষের প্রচারণা চট্টগ্রাম বন্দরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি কর্তৃপক্ষের সখিপুরে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান লোহাগাড়ায় যৌথ অভিযানে ৪৫ রোহিঙ্গা আটক বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে সন্ত্রাসী আটক ও অস্ত্র-ইয়াবা উদ্ধার উভয় পক্ষই চায় ভবনের দখল দাঁড়িপাল্লার কাছে সংখ্যালঘু-সংখ্যাগুরু বিভাজন নেই, শাহজাহান চৌধুরী সনাতনী ভোটারদের ধানের শীষে ভোট দিতে আহ্বান বিএনপি প্রার্থীর পেশাজীবীদের সঙ্গে চাটখিলে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থীর মতবিনিময় চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • চট্টগ্রাম >> শিক্ষা
  • বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন।
  • বাঁশখালী ছাত্র সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা সম্পন্ন।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    সালাহ্ উদ্দিন ফারুকী,বাঁশখালী উপজেলা>>> শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার সৃষ্টির লক্ষ্যে বিগত বছরের ন্যায় বাঁশখালী উপজেলার সাড়া জাগানো সংগঠন বাঁশখালী ছাত্র সংস্থা’র উদ্যোগে তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বাঁশখালী উপজেলাস্থ বাঁশখালী সরকারি আলাওল কলেজের হলরুমে একযোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় থেকে ৯ম শ্রেণির পরীক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষা দেয়।আয়োজিত এ বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রত্যেকটা ইউনিয়নের প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলের প্রায় ৬০০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।উক্ত বৃত্তি পরীক্ষার আহ্বায়ক এডভোকেট সুলতানুল আনিস চৌধুরী জানান, সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে পরীক্ষা চলছে।পরীক্ষার্থীরা উৎফুল্লতার সহিত পরীক্ষায় অংশগ্রহণ করাটা সত্যি আনন্দের।পাশাপাশি তিনি অভিভাবকদের সচেতনতার বিষয়টিও তুলে ধরেন।এবং এধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলেও মনে করেন।এরইসাথে,উক্ত বৃত্তি পরীক্ষার কেন্দ্র প্রধান সভাপতি মো. তাওহিদুল ইসলাম জানান, বাঁশখালীর প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করব।পরীক্ষায় অংশগ্রহণকারীদের খাতা মূল্যায়ন করে বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।এবং মেধাবী শিক্ষার্থীদের উক্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মানসম্মত পুরস্কার দেয়ার চেষ্টা থাকবে এবং ভবিষ্যতে এ ধরণের উদ্যোগ আরও বড় পরিসরে নেয়া হবে।আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ সোলেমান হল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, শিশুদের সুপ্ত মেধা বিকাশে প্রতিযোগিতা আয়োজনের বিকল্প নেই।শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরণের বৃত্তি পরীক্ষা সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি আশাবাদী।পাশাপাশি তিনি বৃত্তি পরীক্ষা কমিটিকে ধন্যবাদ জানান।পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সহকারী কেন্দ্র প্রধান সাধারণ সম্পাদক ইমাম হোসেন বলেন,সকলের সহযোগিতায় আমরা পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পেরেছি।এ জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page