কলমে ঃ-নাজিম উদ্দিন
তাংঃ-০৪/০৭/২২
——————————–
পদ্মা নদী গর্জে বেশি
দেমাগ ভারি তার,
তার বুকে পদ্মা সেতু
বাংলার অহংকার।
সারাবিশ্ব তাকে চেনে
নদীর মহারাজ,
কোন নদী আছে বল
এমন রঙিন সাজ।
বাংলাদেশ গর্ব করে
পদ্মা সেতু নিয়ে,
সেই সেতু চলে গেছে
আমার বুক দিয়ে।
বাংলাদেশের উন্নয়ন
আমি দেখি চেয়ে,
পদ্মা সেতু পদ্মার বুকে
উন্নয়নের অঙ্গ হয়ে।
********************
মন্তব্য