মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী >>> পটুয়াখালীতে দীর্ঘ ২৩ বছর পর জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন স্নেহাংশু সরকার কুট্টি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মজিবর রহমান টোটন।সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি পেয়েছেন ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ আহমেদ বায়জিদ পান্না মিয়া পেয়েছেন ৪০২ ভোট।
অপরদিকে জেলা বিএনপির সাবেক সংগঠনিক সম্পাদক, সদর থানা বিএনপির সভাপতি ও বর্তমান পটুয়াখালী জেলা বারের পিপি অ্যাডভোকেট মজিবর রহমান টোটন ৪৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ বশির আহমেদ মৃধা পেয়েছেন ৪২০ ভোট।এ ছাড়া সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীর অন্যান্য প্রার্থীদের মধ্যে মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির পেয়েছেন ৮৪ ভোট, দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট এবং সাইদুর রহমান তালুকদার (সাঈদ তালুকদার) পেয়েছেন ৪ ভোট।নির্বাচনে ১৫১৪ কাউন্সিলর ডেলিগেটদের মধ্যে ১১৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হক ফরাজী। দীর্ঘ ২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনের ভোটে তারা নির্বাচিত হন। বুধবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত পৌর শহরের ব্যামাগারের জিমনেসিয়ায় ডেলিগেট কাউন্সিলের সরাসরি ভোটে তারা নির্বাচিত হন। দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন শুরু হয়। বিকেল সাড়ে চারটায় দ্বিতীয় অধিবেশনে এ সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মন্তব্য