মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী।
পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ ইমাম নির্দ্ধারনের লক্ষ্যে জেলার প্রশিক্ষিত ইমামদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত হলো ইমাম সম্মেলন ২০২৪। ইসলামিক ফাউন্ডেশন, পটুয়াখালী সদর রোড জেলা কার্যালয়ের মিলনায়তনে বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ইসলামিক ফাউন্ডেশন পটুয়াখালী’র উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এ সভায় মোঃ আব্দুল হালিম এর সঞ্চালনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম বাছাইয়ের লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা শফিউল্লাহ কলাপাড়া এবং না’থে রাসুল মোঃ আব্বাস উদ্দিন কলাপাড়া। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু সাঈদ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক সাথী পত্রিকার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসলিমপাড়া বায়তুল মোকাররাম জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ আব্দুল কাদের, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্য্যনিবাহী কমিটির সদস্য দৈনিক বাংলাদেশের আলোর পত্রিকার জেলা প্রতিনিধি এম.নিয়াজ মোর্শেদ সহ বিভিন্ন মসজিদের ইমাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য