মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর >>> ফরিদপুরের নগরকান্দায় ফুলসুতি ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের মোঃ মামুনুর রশীদ এর পুকুরে গ্যাস টেবলেট দিয়ে মাছ নিধন সহ শিকার করায় ৫ লাখ টাকার ক্ষতি অভিযোগে একই সাকিনের কাজিকান্দা গ্রামের মোঃ জামাল মোল্যা(৪৫) পিতা- মোঃ ইউনুস মোল্যা সহ অজ্ঞাতনামা কয়েকজনে অভিযুক্ত করে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন।অভিযোগে উল্লেখ্য ১৮১ নং রানপাশা মৌজার ৭১৬,৭১৮ নং খতিয়ানের ৩৪৭,৩৫০,৩৪৮ নং দাগের মোট ৮৯.০০ শতাংশ নাল জমিতে পুকুর খনন করে ৫ বছর যাবত বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছে মোঃ মামুনুর রশীদ মাতুব্বর। বিবাদী উক্ত পুকুর সংলগ্ন সরকারি রানপাশার খালে বাঁধ দিয়ে ভেসাল স্হাপন করে মাছ ধরছেন।১৪ অক্টোবর মঙ্গলবার রাতঁ অনুমান ৯ টার সময় বিবাদী জামাল মোল্যা সাথে কয়েকজন লোক এনে পুকুরে গ্যাস টেবলেট নিক্ষেপ করায় পুকুরের সব মাছ বের হয়ে সরকারি খালের ভিতর চলে যায় এবং রাতেই ভেসাল ও ফাদঁ দিয়ে সে-সব মাছ ধরে।এছাড়া পর্যায় ক্রমে মাছ ধরছে।কিছু মাছ পুকুরে মরে তলিয়ে যায় পরে পচে ভেসে উঠে।মামুনুর রশীদ বলেন “প্রায় ৫ বছর যাবত নিজের জমিতে পুকুর খনন করে মাছ চাষ করে আসছি। আমার সাকিনে কাজিকান্দা গ্রামের বাসিন্দা জামাল মোল্যা পুকুর সংলগ্ন সরকারি খালে বাঁধ দিয়ে ও ভেসাল স্হাপন করে মাছ ধরছেন। আমার পুকুরের মাছ চুরি করায় পুকুরে যা পাওয়ার কথা সেই মাছ পাইনা।তাই পুকুরে লোক নিয়ে পাহারায় থাকছি।ঘটনার দিন রাতঁ ৯ টার সময় জামাল মোল্যা সাথে লোক নিয়ে এসে আমার পুকুরে গ্যাস টেবলেট নিক্ষেপ করে। এসময় আমি সহ আমার লোক পানিতে কিছু ফেলার শব্দ পেয়ে টাচ লাইট মেরে দেখতে থাকি এবং জামাল মোল্যাকে সহ কয়েকজন লোক দৌড়ে যেতে দেখি।সকালে দেখতে পাই পুকুরে মাছ মরে ভেসে উঠেছে কিন্তু পুকুরে মাছের কোন সাড়াশব্দ নেই।বিষয়টি এলাকার গন্যমান্য লোকজনকে জানাই তারা সময়ক্ষেপণ করে কোন সুবিচার না করায় নগরকান্দা থানায় একটি অভিযোগ করেছি।গ্যস টেবলেট দিয়ে মাছ নিধন সহ শিকার করায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে”।এবিষয় বিবাদী মোঃ জামাল মোল্যা বলেন, ” আমি এলাকাবাসীর নিকট থেকে সরকারি রানপাশার খাল সাড়ে ৫ লাখ টাকায় ডেকে নিয়েছি।মামুন মাতুব্বর আমার কাছে মাছ চেয়েছে যে ঢাকা থেকে আমার বাড়িতে মেহমান বেড়াতে এসেছে আমাকে ভালো বেছে বেছে কিছু মাছ দিবা।ভেসালে তেমন ভালো মাছ না পড়ায় তাকে মাছ দিতে পারেনি।মাছ কেন দিলামনা তাই মিথ্যা ষড়যন্ত্র করে আমার নামে অভিযোগ করেছে।আমি তার পুকুরের কোন গ্যাস টেবলেট দেইনি এবং সেখানে যাইনি।পুকুরে মাছ মরে ভেসে উঠায় পুকুরের মালিকের ক্ষতি করায় এলাকাবাসী নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের বিচার দাবি করেন।











মন্তব্য