নিজস্ব প্রতিবেদক,রাজশাহী>>> বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক শাহ্ আহমদ ফজলে রাব্বী গত (৯অক্টোবর)বুধবার রাতে নওগাঁ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন।হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গা-পূজা উপলক্ষে নওগাঁ জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন এবং পূজা মন্ডপের কমিটি,সেচ্ছাসেবক ও আনসার ভিডিপি সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।এসময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোঃ নাজমুল আসফাক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বৃন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বৃন্দ।পরিদর্শন শেষে রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিচালক বলেন,শারদীয় দূর্গা পূজা যেন ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশ ও সুন্দর ভাবে উদযাপিত হয় সেজন্য সরকারের নির্দেশনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কাজ করছেন।এবারের পূজা (৯অক্টোবর)বুধবার থেকে শুরু হলেও বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা ৬অক্টোবর থেকেই পূজা মন্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করতেছে।আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্য তিনি বলেন, পূজা উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করে তাদের অনুষ্ঠান সফল ও সুন্দর করতে হবে এবং ডিউটিতে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখতে হবে বলে নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য