প্রতিনিধি মোংলা >>> ধর্ষকের ফাঁসির দাবিতে মোংলায় বিক্ষোভ করেছেন বৈশম্য বিরোধী আন্দোলন এবং সকল সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগন,একইসঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।রবিবার (৯ মার্চ) দুপুরে মোংলা পৌরমার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও পৌর মার্কেটৈর সামনে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।বিক্ষোভ সমাবেশ তারা বলেন, আমরা দেখতে পাই দেশে শিশু থেকে বৃদ্ধা কেউই ধর্ষকদের হাত থেকে রেহাই পায় না। ধর্ষকদের গ্রেপ্তার করার পর তাদের কী বিচার হয়? তাদের কী ধরনের বিচার হয় আমরা জানতে পারি না, তাদের ফাঁসি হয় কিনা তাও জানতে পারি না। আবার দেখা যায় ধর্ষকরা জামিন পেয়ে বাইরে অবাধে চলাফেরা করে। ধর্ষকদের শাস্তি সংবিধানে লিপিবদ্ধ থাকলেও তা আমরা বাস্তবায়ন হতে দেখি না।মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় যে তিনজন পুরুষ ও একজন নারী জড়িত তাদের প্রকাশ্যে ফাঁসি চাই। আমরা এরেস্ট-এরেস্ট নাটক আর দেখতে চাই না। আমরা দোষীদের প্রকাশ্যে ফাঁসি চাই। প্রকাশ্যে ফাঁসি না দিলে আমরা শান্ত হবো না,এসময়, বাগেরহাট জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো: জিয়াদ ইসলাম তন্ময়, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শুভ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।এ সময় বক্তরা আরো বলেন ধর্ষকদের শাস্তির দাবিতে আমরা প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করেছি। আমরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব ধর্ষণের সঙ্গে জড়িত ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানাচ্ছি। আমরা চাই না কোনো ধর্ষক আমাদের চোখের সামনে দিয়ে ঘুরাফেরা করুক।
মন্তব্য