নূর ই ইলাহী জামালপুর>>>জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ অনূর্ধ্ব ১৭ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।১৪ জুন বুধবার বিকাল ৪ টায়,দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, খেলায় সভাপতিত্ব করেন কামরুন্নাহার শেফা নির্বাহীঅফিসার দেওয়ানগঞ্জ উপজেলা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দেওয়ানগঞ্জ মডেল থানা অফিসার্স ইনচার্জ শ্যামল চন্দ্র ধর দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ,জামালপুর জেলা পরিষদ সদস্য ও দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার আহসানউল্লাহ, সমাজসেবা অফিসার জয় চন্দ্র সরকার, মহিবুল হাসান যুবরাজ বিশিষ্ট ব্যবসায়ী দেওয়ানগঞ্জ বাজার। চর আমখাওয়া ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউল হক, দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সাইদুজ্জামা সহ প্রমূখ।খেলায় ধারাবর্ণায় ছিলেন, দেওয়ানগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রীড়া ধারাভাষ্যকার দৈনিক প্রতিদিনের কাগজ দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি এস এম খোরশেদ আহম্মেদ।ফাইনাল খেলায় চর- আমখাওয়া ইউনিয়ন বনাম দেওয়ানগঞ্জ সদর ইউনিয়ন অংশগ্রহণ করেন ।নির্ধারিত সময়ে কেউ গোলের দেখা না পাওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। চর আমখাওয়া ইউনিয়ন ট্রাই ব্রেকারে জয় লাভ করেন। পরে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।
মন্তব্য