সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> জৈন্তাপুরবাসীর স্বাস্থ্যসেবার কল্যাণে উপজেলা প্রাণকেন্দ্র আবির কমপ্লেক্স-এ সর্বাধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি নিয়ে মানসম্মত স্বাস্থ্যসেবার লক্ষ্যে,বহুল প্রত্যাশিত ‘জৈন্তা সেন্ট্রাল হসপিটাল’ এর আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলিম উদ্দিন দুর্লবপুরী।এ সময়ে আরো উপস্থিত ছিলেন হরিপুর বাজার মাদ্রাসার মুহতামীম মাও: হিলাল আহমদ,হেমু দারুলউলুম মাদ্রাসার মুহতামীম জিল্লুর রহমান কাসেমী,মাও: আব্দুল জব্বার জৈন্তাপুরী,সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক আবুল হাসিম,কানাইঘাট পৌর জামায়াতের আমির মাওলানা ফয়সল আহমেদ,জৈন্তাপুর জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজমুল ইসলাম,স্হানীয় ইউপি সদস্য হুমায়ুন কবির খান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, জৈন্তাপুর স্টেশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম সোহেল,প্রতিষ্ঠানের ডিরেক্টর জুবায়ের আহমদ,সুমন আহমদ সহ জৈন্তাপুরের সামাজিক রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।অত্র প্রতিষ্ঠানের এমডি সিরাজুল ইসলাম জানান জৈন্তাপুর বাসীর স্বাস্থ্যসেবা সেবা আরও এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ।আমাদের হাসপাতালের আনুষ্ঠানিক চিকিৎসা সেবা কার্যক্রম শীঘ্রই শুরু হবে।তিনি বলেন, হাসপাতালে যে ১১টি গুরুত্বপূর্ণ সেবা রয়েছে তার মধ্যে• অত্যাধুনিক প্যাথলজি ও রেডিওলজি সেবা • কেবিন ও ভিআইপি কেবিন • সুবিন্যস্ত ওয়ার্ড ব্যবস্থা • বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা প্রদান • সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা • মহিলা ডাক্তার দ্বারা প্রসূতি মায়েদের নরমাল ও সিজারিয়ান ডেলিভারির বিশেষ সুবিধা ২৪ ঘন্টা জরুরী সেবা প্রদান • অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি সমৃদ্ধ অপারেশন থিয়েটার • নিজস্ব পরিচালনায় সার্বক্ষণিক ফার্মেসী সুবিধা • সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধা • মহিলা ডাক্তার দ্বারা আল্ট্রাসনোগ্রাফির সু-ব্যবস্থা ও • স্বল্প খরচে সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসা সেবা অন্যতম।
মন্তব্য