সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট>>>
জৈন্তাপুরে মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল মাদ্রাসা সহ প্রতিষ্ঠান প্রধান সহ শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির দক্ষতা উন্নয়ন বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।৩০ মে মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থপনায় এবং জৈন্তাপুর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম ও সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রাগ্রাম (এসইডিপি)’র অধীনে এই প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম।প্রধান অতিথির বক্তব্যে জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ বলেন, জনসম্পৃক্তি বৃদ্ধিকরণ এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে জবাবদিহি পদ্ধতি উন্নতকরণে শিক্ষক সহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞাত কাজে লাগতে হবে। একবিংশ শতাব্দীর জন্য বৈশ্বিক মানের নাগরিক উন্নয়নে আরও কার্যকর, ন্যায়সঙ্গত,অন্তর্ভূক্তিমূলক ও গুনগত মানের মাধ্যমিক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে শেখ হাসিনা সরকার শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন করেছেন। শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা উন্নয়ন বৃদ্ধি পাবে। তিনি বলেন, জৈন্তাপুর উপজেলায় শিক্ষার গুনগত মান উন্নয়নে শিক্ষক ও প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটি গুলো-কে শক্তিশালী করা প্রয়োজন। তিনি শিক্ষা-ক্ষেত্রে জৈন্তাপুর-কে এগিয়ে নিতে শিক্ষক সহ সংশ্লিষ্ট সকল-কে আন্তরিক ভাবে দায়িত্ব পালন করার আহবান জানান।উপজেলা একাডেমিক সুপারভাইজর (মাধ্যমিক) মো: আজিজুল হক খোকন’র উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, জেলা শিক্ষা অফিসার আবু সাঈদ মো: আব্দুল ওয়াদুদ, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, জৈন্তাপুর ইমরান আহমদ সরকারী মহিলা কলেজের প্রশাসনিক কর্মকর্তা সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইন্তাজ আলী, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিক আহমদ ও জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরাআন তেলাওয়াত করেন চারিকাটা দাখিল মাদ্রাসার সুপার মাওলনা মো: মামুনুর রশিদ এবং গীতা পাঠ করেন দরবস্ত মাওলানা আব্দুল লতিফ জুলেখা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক অঞ্জনা দেবী নাথ।অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল স্কুল, মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ সংশ্লিষ্ট শিক্ষক গণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ গ্রহন করেন। এর আগে উদ্বোধন শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষকদের হাতে এবং জেলার শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আমেনা হেলালী টেকনিক্যাল ইন্সটিটিউটের গভর্নিং বডির সভাপতি কামাল আহমদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
মন্তব্য