সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> চলতি বছর জুন মাসে প্রলয়ঙ্কারী বন্যা ও পাহাড়ি ঢলে জৈন্তাপুর উপজেলায় নিজপাট ইউনিয়নের অন্তর্ভুক্ত ৪ নং ওয়ার্ডে ময়নাহাঁটি গ্রামে প্রবেশমুখে ফুটব্রীজটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।এতে করে বিগত চার মাস ধরে এই গ্রামের সাধারণ মানুষ এই ফুটব্রীজটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ে।ফুটব্রীজটি ব্যবহার করতে না পেরে অত্র এলাকার সব মানুষ বিশেষ করে স্কুল কলেজে যাতায়াতকারী ছাত্রছাত্রীদের যেমন বেগ পেতে হতো তেমনি ময়নাহাটি গ্রামের মানুষ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নিয়ে যাতায়াত কষ্টসাধ্য হয়ে উঠেছিলো।এমতাবস্হায় স্হানীয়রা ফুটব্রীজের দুইপাশে সরে যাওয়া মাটি পুনরায় সংস্কারের উদ্যোগ নিলে তাদের সাহায্যার্থে এগিয়ে আসেন জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম।গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১৬ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়ে গ্রামবাসীর সহায়তায় তিনি ক্ষতিগ্রস্ত ফুটব্রীজটির দুই পাশে মাটি ফেলে তা চলাচলের জন্য উপযোগী করে তুলেন।এ বিষয়ে স্হানীয় বাসিন্দা ও ফটোসাংবাদিক হোসেন মিয়া বলেন,গত জুনে ভয়াবহ বন্যায় সবার আগে ময়নাহাটি গ্রামে বানের পানি প্রবেশ করে। পানি নেমে যাওয়ার পর পর সবচেয়ে ক্ষতির যে চিন্হটি ভেসে উঠে তা হলো ফুটব্রীজটি।তিনি গ্রামবাসীর উদ্যোগের পর আনসার কর্মকর্তার সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় উপজেলা আনসার ও ভিডিপিকে গ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নাজমা বেগম বলেন,উর্ধ্বতন কর্তপক্ষের নির্দেশনা মোতাবেক দূর্যোগের সময় মানুষের পাশে সর্বদা এগিয়ে আসে আনসার ও ভিডিপি সদস্যরা।সেই ধারাবাহিকতায় জৈন্তাপুর উপজেলা আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করে যাচ্ছে ও ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
মন্তব্য