মোঃ শাহ আলম বিশেষ প্রতিনিধি >>> নারায়নগঞ্জ নগরীর জিয়া হলে তাতবস্ত্র, ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।ফিতা কেটে শুভ উদ্বোধন করলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত প্রশাসক(সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন।গত শুক্রবার (৭ই মার্চ)বিকেলে চাষাড়া জিয়া হল প্রাঙ্গনে এ মেলার শুভ উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হুসাইন। মেলায় আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন লাকী জামদানী ওয়েভিং ফ্যাক্টরির স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন।নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আলমগীর হোসাইন এ সময় বলেন, প্রতি বছর এ মেলায় আয়োজন করা হয়ে থাকে। এ ধরনের মেলায় প্রচুর ক্রেতারা এসে তাদের পছন্দের মানসম্মত পন্য সূলভ মূল্যে ক্রয় করতে পারছেন। মেলায় বিভিন্ন ধরনের পন্যসামগ্রী এখানে একত্রে পাওয়া যাচ্ছে।এসময় মেলার শুভ উদ্বোধন শেষে আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা এই মেলার আরয়াজন করেছি। মেলায় ১৫টির মত ষ্টল রয়েছে। যার মধ্যে জামদানী শাড়ি ও তাতের লুঙ্গি, তাতের শাড়ি, পাঞ্জাবী, কসমেটিক, বাচ্চাদের বাহারি রংঙ্গের পেন্ট, সার্ট, পাঞ্জাবী, নিত্যনতুন জামাকাপর, ইলেকট্রনিক্স পন্য,ক্রোকারিজ, বাচ্চাদের খেলনা সহ মানসম্মত বিভিন্ন পছন্দের জিনিস পত্রাদি অতি সূলভ মূল্যে বিক্রি হচ্ছে। আমরা আশা করি মেলায় প্রচুর পরিমানের ক্রেতা সাধারন আসবেন। এ মেলা আগামী ১ লা বৈশাখ পর্য়ন্ত চলবে।এ সময় আরোও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজিব, উদ্যোক্তা মোঃ হাবিবুর রহমান, বিএনপি নেতা মোঃ মনির হোসেন, মোঃ মাসুম সহ অন্যান্য ব্যাবসায়ী প্রতিষ্ঠানের কর্নধারগন।এর আগে ফিতা কেটে, পায়রা ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন আগত অতিথি বৃন্দ। উদ্বোধনী দিনে প্রচুর ক্রেতার উপস্থিতি ছিলো।
মন্তব্য