১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা পেকুয়ায় ধ্বসে যাওয়া সড়ক ট্রাকের ভারে বিচ্ছিন্ন, জোয়ারের পানিতে তলিয়ে যাবে লোকালয় ❝কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের খড়ের বাংলা ঘর❞ পেকুয়ায় সাপের কামড়ে অটো-রিকশা চালকের মৃত্যু সখিপুর  বহুরিয়া ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পরকীয়ায় বাঁধা দেয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ মোংলায় ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক রাজশাহীর দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মাত্র ১৫ মাসের শিশু কুনজরে ; পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার সাংবাদিক তুষার দাশের বাসায় সন্ত্রাসী হামলা: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অন্যান্য >> নোয়াখালী
  • চাটখিলে মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • চাটখিলে মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি, প্রতিবাদে সংবাদ সম্মেলন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলে মিথ্যা সংবাদ প্রচার ও হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে পৌরসভার মোহাম্মদিয়া সিটি মার্কেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বিএসসি ডেন্টাল এসোসিয়েশন নোয়াখালী রিজিয়নের আয়োজনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নোয়াখালী রিজিয়নের সভাপতি মেহেদী হাসান নিশান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বিজয় টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শেখ ফরিদ এবং বিভিন্ন নিউজ পোর্টাল কোনপ্রকার তথ্য উপাত্ত ছাড়াই ভুয়া ডাক্তারদের সাথে বিএসসি ডেন্টিষ্টদের গুলিয়ে বিভ্রান্তিমূলক তথ্য ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করেছে। সে নিজেই একাধিক মামলার আসামি। সে মোবাইল ফোন, হোয়াটস্অ্যাপ এবং সরাসরি আমাদের কয়েকজন বিএসসি ডেন্টিস্টের কাছে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল অন্যথায় দেখে নেওয়ার হুমকি প্রদান করে। চাঁদা চাওয়ার কারণ জিজ্ঞেস করাতে সে বলে বিজয় টিভির কার্ড করতে তার ১ লাখ টাকা লেগেছে, এইটাকা আমরা না দিলে কে দিবে বলে জানায়।তিনি আরও বলেন, শেখ ফরিদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের করা মামলার একজন আসামী। তারপরেও সে সাংবাদিক পরিচয় কে কাজে লাগিয়ে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে বিশেষ গোষ্ঠী ও ব্যক্তিকে টার্গেট করে। আমরা এরকম হলুদ সাংবাদিকতার তীব্র নিন্দা জানাচ্ছি।মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা মেনে প্র্যাকটিস করতে গিয়েও এমন নিউজ মূলত আদালতের নির্দেশনার পরিপন্থী এবং এ নিউজের উপর ভিত্তি করে কিছু অনলাইন পোর্টাল এবং স্থানীয় দৈনিক মিথ্যা তথ্য প্রচার ও প্রকাশ করেছে যা অন্যায় এবং অপরাধ।তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদ হতে পাসকৃত বিএসসি-ডেন্টাল ডিগ্রীকে উদ্দেশ্য প্রণোদিতভাবে কোন কুচক্রী, অসাধু স্বার্থান্বেষী মহলের অসৎ স্বীয় স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট তথ্যাদি উপস্থাপনের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য একটি হীন পায়তারা করা হয়েছে। যা নির্দিষ্ট মহলের স্বার্থ হাসিলের পক্ষে অদৃশ্য সহযোগীতা প্রদান করার কার্যক্রম বলে প্রতিয়মান। আদালতে বিচারাধীন বিষয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা থাকার পরও তা না মেনে এমন কাজ উদ্দেশ্যপ্রণোদিত, ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠী স্বার্থ রক্ষার্থে করা হয়েছে বলে আমরা মনে করি।এ ধরণের চক্রান্ত ও মিথ্যাচার ও অসত্য তথ্য সংবাদ মাধ্যমে প্রকাশের জন্য বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাচ্ছে। যদি সংবাদের জন্য দুঃখ প্রকাশ করে প্রত্যাহার না করা হলে আমাদের বিজ্ঞ আইনজীবির মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।এসময় বিএসসি-ডেন্টাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সারোয়ার হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইকবাল, নোয়াখালীর উপদেষ্টা আরাফাত হায়দার, সহসভাপতি কামরুল আহসান, সদস্য সুলতান মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page