আনোয়ারুল আজিম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিলের বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুলের আয়োজনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম চিকিৎসায় ফ্রি প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৯ মে দুপুরে চাটখিল পৌর শহরের ডাকবাংলা সংলগ্ন মাদানি টাওয়ারে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম স্কুল ক্যাম্পাসে এই ফ্রি চিকিৎসা ও প্রশিক্ষণ কেন্দ্র অনুষ্ঠিত হয়েছে।প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় চিকিৎসক ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিজম চিকিৎসায়ক অভিজ্ঞ ডাক্তার জাকির হোসেন মাসুম।এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের, চাটখিল পপুলার হাসপাতাল হাসপাতালের চেয়ারম্যান মাওলানা সাইফুল্লাহ মানিক, বিশিষ্ট সমাজসেবক আবুল কাসেম, অভিভাবক প্রতিনিধি নুরুল আমিন, মোহাম্মদ আসাদুর রহমান, আফ্রিদি হাসান প্রমুখ।
মন্তব্য