আনোয়ারুল আজিম চাটখিল(নোয়াখালী)প্রতিনিধি>>> নোয়াখালীর চাটখিলে বিষধর সাপের কামড়ে ফরহাদ হোসেন(২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।রবিবার দিবাগত রাত ১২ টায় চাটখিল উপজেলার মলংচরে নিহতের শ্বশুরবাড়িতে এই ঘটনা ঘটে।নিহত ফরহাদ হোসেন উপজেলার মোহাম্মদপুর কানারী বাড়ির মজিবুল হকের ছেলে।নিহতের বাবা মজিবুল হক জানান,রবিবার দিবাগত রাত বারোটায় নিহত ফরহাদ হোসেন শ্বশুরবাড়ির বসত ঘরে শয়নকক্ষে খাটের উপর থেকে মাটিতে পা দিতেই বিষধর সাপ পরপর চারটি কামড় দেয়।স্থানীয়রা তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।পরে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ও ডিজিজ কন্ট্রোলার ডাক্তার নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন,যুবক ফরহাদকে বিষাক্ত সাপে কাটার পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম ইনজেকশন প্রয়োগ করে।কিন্তু কিছুক্ষণ পরে যুবকের শারীরিক অবস্থা অবনতি দেখলে স্বাস্থ্য কমপ্লেক্সে আইসিইউ না থাকায় আমরা উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করি।
মন্তব্য