আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার গণধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহিউদ্দিন ওরফে বাবু’কে দীর্ঘ ১২ বছর পর নগরীর সিমেন্ট ক্রসিং এলাকা হতে গ্রেফতার করেছে চট্টগ্রাম র্যাব-৭।মঙ্গলবার (২৪ ডিসেম্বর)মহানগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত মোঃ মহিউদ্দিন ওরফে বাবু (৩৫), চট্টগ্রাম থানা-বন্দর বন্দরটিলা এলাকার -মোঃ কামালা উদ্দিন’র পুত্র।চট্টগ্রাম র্যাব-৭ সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এ.আর. এম মোজাফফর হোসেন,আজ সাকল ১০ দশটার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান।গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশ্লিষ্ট ধারার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মহিউদ্দিন বাবু চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং এলাকা থেকে আমাদের অভিযানিক দল থাকে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।উল্লেখ্য যে, গত ১০ ডিসেম্বর ২০২৪ ইং তারিখে র্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক একই মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ওবায়দুল হক প্রকাশ রাজু চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানা এলাকা হতে গ্রেফতার পূর্বক থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছিল ।গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য