আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম>>>
আজ ১০ জুন ২০২৩ খ্রি. সকাল ০৮.৩০ টায় চট্টগ্রাম জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৈরী আবহাওয়ার কারনে পুলিশ লাইন্স সিভিক সেন্টারে অনুষ্ঠিত ফোর্সের মাস্টার প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস. এম. শফিউল্লাহ্ বিপিএম মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে মাস্টার প্যারেড পরিচালনা করেন শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার জনাব মোঃ আমজাদ হোসেন। পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় ফোর্সের ড্রেস রুলস, পেশাদারিত্ব, উত্তম ব্যবহার, প্যারেড অনুশীলন ও সুশৃঙ্খল জীবনযাপনের উপর গুরুত্বারোপ করে দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব এ.এন.এম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুদীপ্ত সরকার পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) জনাব আসাদুজ্জামানসহ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।
মন্তব্য