আনোয়ারুল আজিমঃ নোয়াখালী চাটখিল উপজেলা প্রতিনিধি।।
নোয়াখালী চাটখিল উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় ‘মোখা’ দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রস্তুত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ১৩ মে সকাল সাড়ে ১১টা উপজেলা পরিষদের সভা কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি-উপজেলা আওয়ামীলীগের সভাপতি, একটিভ ফাউন্ডেশন ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুল হক ভূঁইয়া। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা পলাশ সমাদ্দার, উপজেলা বন কর্মকর্তা টিএম আতিকুর রহমান, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন হোসেন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের চেয়ারম্যান এইচএম বাকি বিল্লাহ, রামনারায়নপুর ইউনিয়নের চেয়ারম্যান হারুনুর রশিদ বাহার, চাটখিল পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম মহিন উদ্দিন, চাটখিল থানার পক্ষে বক্তব্য রাখেন সেকেন্ড অফিসার আল আমিন, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম, সাংবাদিক মনির হোসেন সোহেল প্রমূখ।বক্তারা দূর্যোগের যে কোন পরিস্থিতিতে সংশ্লিষ্ট সরকারি, বেসরকারী বিভিন্ন দপ্তর, সাংবাদিক, চেয়ারম্যান সহ স্থানীয় জন প্রতিনিধিগনের প্রতি মানুষের সেবায় সর্বাত্মক সহযোগিতা করার আহবান জানান।
মন্তব্য