মিঠুন পাল, পটুয়াখালী প্রতিনিধিঃ>>>
পটুয়াখালীর গলাচিপায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত গ্রামীণ উন্নয়ন পর্যটন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৫ জুন বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে এসময় উপস্থিত থাকেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম,পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আকরামুজ্জামান, সিনিয়র মৎস্য অফিসার জহিরুন্নবী, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল দাস, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন। এছাড়াও আলোচনা সভা আরো উপস্থিত থাকেন বিভিন্ন দপ্তরের প্রধান গন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গন,বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গন, মুক্তিযোদ্ধারা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সভা প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা গ্রামীন উন্নয়নে পর্যটন শীর্ষক কর্মশালায় বিভিন্ন ইউনিয়নে গ্রামীণ উন্নয়ন, পর্যটক স্থান সমূহ ও অবকাঠামো, যোগাযোগ বিষয় নিয়ে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপনা করা হয়। এবং যাতে করে পর্যটক নগরী হিসেবে গড়ে তোলা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
মন্তব্য