আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>>
খাগড়াছড়ির মহালছড়ি থানার নাশকতা ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী জসিম উদ্দিন’কে মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (২৪ ডিসেম্বরে) দিন গত রাত দশটার দিকে নগরের কোতোয়ালি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামী জসিম উদ্দিন (৫০), খাগড়াছড়ি’ মহালছড়ি উপজেলার
মহালছড়ি বাজার,এলাকার মৃত সাহেব মিয়ার ছেলে।
র্যাব-৭ জানায় চট্টগ্রাম গোপন সংবাদের খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার এজাহারনামীয় পলাতক আসামী জসিম উদ্দিন চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন কোতয়ালী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে বর্ণিত মামলায় ২নং এজাহারনামীয় পলাতক আসামী বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, গ্রেফতার এড়াতে আত্মগোপন করে আসছিল।
চট্টগ্রাম র্যাব-৭ সহকারি পুলিশ সুপার (মিডিয়া) এ.আর. এম মোজাফফর হোসেন,আজ দুপুর ২ টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।অপরাধী যতই শক্তিশালী হোক না কেন আইনের ঊর্ধ্বে নয় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
মন্তব্য