১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা পেকুয়ায় ধ্বসে যাওয়া সড়ক ট্রাকের ভারে বিচ্ছিন্ন, জোয়ারের পানিতে তলিয়ে যাবে লোকালয় ❝কালের বিবর্তনে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের খড়ের বাংলা ঘর❞ পেকুয়ায় সাপের কামড়ে অটো-রিকশা চালকের মৃত্যু সখিপুর  বহুরিয়া ইউনিয়ন বিএনপির ইফতার  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পরকীয়ায় বাঁধা দেয়ায় শ্বশুরকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ মোংলায় ২০৫ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক রাজশাহীর দূর্গাপুরে মহান স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মাত্র ১৫ মাসের শিশু কুনজরে ; পুঠিয়ায় অভিযুক্ত বৃদ্ধ গ্রেপ্তার সাংবাদিক তুষার দাশের বাসায় সন্ত্রাসী হামলা: চট্টগ্রাম সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> কক্সবাজার >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • কোস্ট ফাউন্ডেশন কোন মিডিয়া ট্রায়ালে মাথা নত করবেনা, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন
  • কোস্ট ফাউন্ডেশন কোন মিডিয়া ট্রায়ালে মাথা নত করবেনা, অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    প্রেস বিজ্ঞপ্তি:-গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ কক্সবাজার প্রেস ক্লাবে অনুষ্ঠিত কতিপয় অভিযুক্ত কর্মীর প্রেস কনফারেন্স এর বিবরনে আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে । প্রেস কনফারেন্সে মিথ্যা ও বিকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে অভিযুক্ত কর্মী যাদের বিরুদ্ধে আইনগত ও বিধিসম্মত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে । তারা একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে নিজেদেরকে সুরক্ষার চেষ্টা করেছে । এই সম্পর্কে কোস্ট ব্যবস্থাপনার বক্তব্য নিন্মরুপ;

    ১. উক্ত সংবাদ সম্মেলনে নের্তৃত্বধানকারী জনাব আশেকুল ইসলাম সহ জনাব আবু সালেহ ও জনাব শফিউল কাদের এর বিরুদ্ধে ৫ লক্ষ টাকা ঋন এর অনিয়ম এর অভিযোগ এর তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে । জনাব সুজন কান্তি দে, জনাব সরোয়ার কামাল, জনাব জাহিদুল ইসলাম, মোঃ ইউনুস এবং মোঃ মোর্শেদকে আর্থিক অনিয়ম এর কারণে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে । জনাব মোঃ তারেক আর্থিক অনিয়ম ও আত্মসাৎ এর কারণে ইতি মধ্যে বরখাস্ত করা হয়েছে । জনাব কামরুল ইসালাম কায়েস সম্প্রতি একটা শাখা থেকে তিন লক্ষ টাকা ও সদস্যদের পাশবই সহ নিয়ে পালিযে যাওয়ার অভিযোগে অভিযুক্ত ।

    ২. উল্লেখ্য যে, কোস্ট ব্যবস্থাপনা নীতিমালা শ্রম আইন ও বাংলাদেশের প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী প্রনীত । এক্ষেত্রে কোন ধরনের তাড়াহুড়া বা বিধিবহির্ভূত ব্যবস্থা নেয়ার অবকাশ নাই ।

    ৩. কোস্ট ব্যবস্থাপনা স্বীকার করে যে, প্রক্রিয়াগত কারণে ফাইনাল পেমেন্ট এ দেরী হয় । কিন্তু এমন কোন প্রমান নাই যে, ফাইনাল পেমেন্ট এ পর্যন্ত কাউকে দেয়া হয়নি । আমরা আমাদের সিস্টেম পরিবর্তনের চেষ্টা করছি যাতে করে দ্রæত ফাইনাল পেমেন্ট দিতে পারি ।

    ৪. পদত্যাগ করার পরপরই যে কেহ তার সনদপত্র নিয়ে যেতে পারে এটা কোস্ট এর চলমান প্রক্রিয়া । যদি কেহ সনদপত্র না নিয়ে থাকে সেটার জন্য কোস্ট ব্যবস্থাপনা দায়ী নয় ।

    ৫. উক্ত পদত্যগী ও অভিযুক্ত কর্মীরা কোস্ট ফাউন্ডেশন এর মুক্ত অভিযোগ ব্যবস্থাপনার সুয়োগ গ্রহণ না করে সংবাদ সম্মেলন করেছেন । পদত্যাগ বা বহিস্কৃত হওয়ার পরও ফাইনাল পেমেন্ট না পাওয়া পর্যন্ত যে কোন কর্মী কোস্ট এর নিয়মে দায়বদ্ধ থাকবেন । কোস্ট এর নিয়মানুযায়ী এটাও একটা অপরাধ, উল্লেখ্য যে, সংবাদ সম্মেলনে অনেকেই কোস্ট ব্যবস্থাপনাকে লিগ্যাল নোটিশ প্রদান করেছেন। এর অর্থ হলো তারা দেশের প্রচলিত আইন অনুযায়ী /ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিকার চাইতেছেন, সেই ক্ষেত্রে এইধরনের প্রেস কনফারেন্স এ যাওয়াটা কতটুক আইনগত হয়েছে তা বিবেচ্য বিষয় ।

    ৬. কোস্ট ফাইন্ডেশন এর নির্বাহী পরিচালক সহ উর্দ্ধতন কর্মকর্তার কোন ধরনের স্বেচ্ছাচারিতা হওযার কোন অবকাশ নাই । কোস্ট ব্যবস্থাপনার প্রায় ৩০ টির মত লিখিত পলিসি রয়েছে যা কোস্ট পরিচালনা পর্ষদ (সাধারন পর্ষদ ) থেকে অনুমোদিত এবং বাংলাদেশের শ্রম আইন এবং আন্তর্জাতিক মানদন্ডের আলোকে প্রনীত, যার আলোকে ব্যবস্থাপনা যে কোন সিদ্ধান্ত গ্রহন করে থাকে । সকল পলিসি গুলো সর্বসাধারনের অবগতির জন্য কোস্ট ফাউন্ডেশন এর ওয়েবসাইটে প্রকাশিত রয়েছে, এটা গৌরবের বিষয় যে মূলত এই সব কারণে কোস্ট জাতীসংঘের ইকোসক পরামর্শদাতা হিসেবে মর্যাদা প্রাপ্ত ।

    ৭. কোস্ট এমআরএ ( মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি, পিকেএসএফ ও এনজিও এ্যাফেয়ার্সব্যুরো কর্তৃক নিবন্দিত , প্রতি বছর স্বনাধন্য অডিট ফার্ম দ্বারা অডিট করা হয়, এছাড়া দাতা সংস্থা কর্তৃক নিয়মিত অডিট করা হয় । এ্খানে আর্থিক অনিয়ম ও নিয়মবহির্ভত কোন কাজ করার সুযোগ নাই । কোস্ট ফাউন্ডেশন পরিচালনা পর্ষদে ২ জন স্বনামধন্য এফসিএ রয়েছেন ।

    ৮. কোস্ট একটি নারীবা›দ্ধব সংগঠন, স্তরে স্তরে জেন্ডার কমিটি রয়েছে যেখানে নারী কর্মীরাই কোস্টের কর্মপরিবেশ নিয়ে নিয়মিত মিটিং করে আসছেন ও সেখানে আলোচনা করেন । উল্লেখ্য যে, অতিসম্প্রতি স্ট্যার্ট ফান্ড বাংলাদেশ কোস্টকে ”সেইভ গার্ড ও প্রটেকশন” এর ক্ষেত্রে চ্যাম্পিয়ন পুরুস্কার এ ভ’ষিত করেছে।

    ৯. সংবাদ সম্মেলনে উক্ত কর্মীরা কোস্ট পরিচালনা পর্ষদ এর চেয়ার পার্সন ডঃ তোফায়েল আহমেদ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান করেছেন । উল্লেখ করা প্রয়োজন ডঃ তোফায়েল আহমেদ বর্তমান এ বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশন এর সংস্কার প্রধান , কুমিল্লা পল্লিউন্নয়ন একাডেমির পরিচালনা পর্ষদ এর গভার্নিং বডির সদস্য নির্বাচিত হওয়ায়, এখানে তার সময় দেয়া ও স্বার্থের দ্বন্দে¦র প্রশ্ন উঠতে পারে বিধায় তিনি আগামি জুন’২৫ পর্যন্ত ছুটি নিয়েছেন ।

    কোস্ট ব্যবস্থাপনা তার শৃংখলা ও মানস¤œান রক্ষার্তে দৃঢ় প্রতিজ্ঞ এবং এই ক্ষেত্রে যারা এই অপকর্মগুলো করেছেন তাদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহন করবে। উল্লেখ্য যে, উক্ত সংবাদ সমে¥লনে উপস্থিত ১২ জন কর্মী এবং তাদের অভিভাবকরা এইমর্মে কোস্টকে অংগীকার পত্র দিয়েছেন যে তারা কোস্ট এর আইন/নীতিমালা মানিয়া চলিতে বাধ্য থাকিবেন ।অন্যথায় কোস্ট তাদের বিরুদ্ধে যে কোন ধরনের আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণ দাবী করিতে পারিবে ।

    কোস্ট ব্যবস্থাপনার পক্ষে,

    বার্তা প্রেরক,

    মোস্তফা কামাল আকন্দ, পরিচালক -প্রশাসন
    মোবাঃ ০১৭১১৪৫৫৫৯১

    মন্তব্য

    আরও পড়ুন

    অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিকসহ ছয় জনের বিরুদ্ধে মিথ্যা মামলা
    চট্টগ্রাম মেডিকেলে ‘বকশিশ’ না দেওয়ায় অক্সিজেনে পানি দিতে অবহেলা নবজাতকের মৃত্যু
    সাবেক হুইপ কমলের হাঙ্গামা বাহিনীর প্রধান যুবলীগ নেতা আব্দুল্লাহ বিদ্যুৎ গ্রেফতার
    সাতকানিয়া এওচিয়া ইউনিয়ন বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
    ঘুমধুমে ১০ হাজার পিস মালিকবিহীন ইয়াবা উদ্ধার
    লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় গ্রেপ্তার ১
    জেল সুপার জাবেদ মেহেদী ও জেলার আবু মুছার আন্তরিক প্রচেষ্টায় পাল্টে গেছে কক্সবাজার জেলা কারাগারের চিত্র
    পেকুয়ায় ৫ টি বসতবাড়ি পুডে ছাই,ঘটনাস্থল পরিদর্শনে ইউ এন ও

    You cannot copy content of this page