মোঃ আরাফাত তালুকদার জেলা প্রতিনিধি পটুয়াখালী>>> পটুয়াখালীর কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে কুয়াকাটা সৈকতের ডিসি পার্ক সংলগ্ন পাবলিক টয়লেট নারী কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।নুর হোসেন খুলনার লবনচরা থানার সাচিবুনিয়া গ্রামের মৃত শাহজাহান খানের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নুর হোসেন শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন।বেলা ১১টার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন।এ সময় তিনি বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনদের খবর দিলে খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেট সহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে পুলিশকে জানানো হয়।শনিবার বিকালে এক নারী পর্যটক টয়লেটে আসেন।দীর্ঘ সময় অপেক্ষা করলে ভেতর থেকে কেউ বের না হওয়ায় টয়লেটের ওপর দিয়ে উঁকি দিয়ে লাশ দেখেন।পরে চিৎকার দিলে স্থানীয় লোকজন এসে পুলিশকে খবর দেন।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায় । মৃত ব্যক্তির বন্ধু জসিম উদ্দিন বলেন, ‘নুর হোসেন ব্যবসায়িক কাজে খুলনা থেকে কুয়াকাটায় আসার পর চায়ের দোকানে এসে বসি।হঠাৎ তার বুকে ব্যথা উঠলে টয়লেটে যাওয়ার কথা বলে আর আসেনি।পুরো সৈকতে খুঁজেছি।না পেয়ে পুলিশকে জানিয়েছি।বিকালে শুনেছি টয়লেট থেকে লাশ উদ্ধার হয়েছে।পাবলিক টয়লেটের ইজারাদারমোহাম্মদ জলিল বলেন, ‘কুয়াকাটায় গত কয়েকদিন ধরে রাসমেলা চলছে। এজন্য পর্যটকের চাপ ছিল।তাই কে কখন ঢুকেছে খেয়াল রাখিনি। শুক্রবার রাতে এসে স্বজনরা টয়লেট গুলোর পুরুষ কক্ষে খুঁজে দেখেছেন।কিন্তু লাশটি ছিল টয়লেটের নারী কক্ষে। সেজন্য আমরা দেখতে পাইনি।কারণ নারীদের কক্ষগুলোতে পুরুষের যাওয়া নিষেধ আছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এটি হত্যা নাকি মৃত্যু,আবার নারীদের টয়লেটে লাশ পাওয়ার বিষয়টি মাথায় রেখে তদন্ত চলছে।
মন্তব্য