আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি>>> সাপ্তাহিক ছুটি শেষে বাড়ি ফেরার পথে নীলফামারী কিশোরগঞ্জে সড়ক দূর্ঘটনায় কামরুজ্জামান (৪০)নামে এক এনজিও কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় টেংগনমারী-মাগুড়া সড়কের উপজেলার সাবরেজিস্ট্রার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহিত ওই যুবক রংপুর গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে ও দিনাজপুর বীরগঞ্জ উপজেলা শাখার টিএমএসএস এনজিও’র ফিল্ড সুপারভাইজার পদে কর্মরত ছিলেন।প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানা যায়,নিহত কামরুজ্জামান রাতে কর্মস্থল থেকে আসার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক মাগুড়া থেকে ছেড়ে আসা একটি আলুবাহী মাহিন্দ্র ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।এসময় চালক পালিয়ে যান।পরে থানা পুলিশ ট্রাক্টরটি জব্দ করেন।কিশোরগঞ্জ থানার ওসি (তদন্ত)আব্দুল কুদ্দুস ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।আবেদনের পরিপেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য