আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে ২০২২-২৩ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন ইউনিয়ন সহায়তা খাতের বিশেষ বরাদ্দের আওতায় ২০২টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী, বেঞ্চ ও ফাইল কেবিনেট বিতরণ করেছেন নীলফামারী-৪ আসনের এমপি ও জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল।বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিষ্ঠান প্রধানদের নিকট তিনি এসব সামগ্রী হস্তন্তর করেন। এ ছাড়া ৩৯জন দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন ও ২৯টি কমিউনিটি ক্লিনিকের ভিজিটরদের জন্য চেয়ার বিতরণ করেন।এসময় উপস্থিত ছিলেন ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান,সদর ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সরোওয়ার্দী গ্রেনেট বাবুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জাতীয় পার্টির স্থানীয় নেত্রীবৃন্দ প্রমূখ।উল্লেখ্য ওই বরাদ্দের আওতায় ২৫ লক্ষ টাকায় ১৭৫টি প্রাথমিক বিদ্যালয়ে নেটসহ ভলিবল ও ফুটবল, ২৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ফাইল কেবিনেট ও বেঞ্চ, ৩৯ জনকে সেলাই মেশিন ও ২৯টি ক্লিনিকে চেয়ার দেওয়া হয়।
মন্তব্য