আনোয়ার হোসেন-কিশারগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ>>>
নীলফামারীর কিশারগঞ্জে প্রায় অর্ধশতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ভস্মীভূত করেছেন ইউএনও নূর-ই-আলম সিদ্দিকী।গতকাল সোমবার সন্ধায় রণচন্ডী ইউনিয়নের বাফলা বুল্লাই নদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি এসব জাল জব্দ ও ধ্বংস করেন।এসময় কুটিপাড়া গ্রামের ললিত চন্দ্রের জালসহ তাকে আটক করে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়।উপজলা মৎস কর্মকর্তা মােকাররম হােসেন বিষয়টি নিশ্চিত করে জানান,এসব নিষিদ্ধ জালে সব ধরণর মাছ আটকা পড়ায় প্রজনন চরমভাবে বাধাগ্রস্থ হচ্ছে।
মন্তব্য