ঈমান উল্লাহ ইমন -ফটিকছড়ি,চট্টগ্রাম>>> ৬জুলাই শনিবার,চট্টগ্রাম ফটিকছড়ি কাঞ্চন নগর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে,কাঞ্চন নগর আয়েশা স্কোয়ার কনভেনশন হলে,বিশাল জনস্রোত নিয়ে দেওয়া হয় নব নির্বাচিত ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরি কে নাগরিক সংবর্ধনা।সংবর্ধনা অনুষ্ঠানে মাষ্টার শাহা জাহানের সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সদস্য,আলহাজ্ব মনজুর মোর্শেদ ফিরোজ।প্রধান আলোচক, ফটিকছড়ি পৌর মেয়র,আলহাজ্ব ইসমাইল হোসাইন,বিশেষ অতিথি,৭নং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ ও সভাপতি কাঞ্চন নগর ইউনিয়ন আওয়ামীলীগের কাজী মোঃ দিদারুল আলম।কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান,আবুল কাশেম চৌধুরী।বীর মুক্তিযোদ্ধা সামশুল আলম মেম্বার,ইঞ্জিনিয়ার বেলাল হোসেন চৌধুরী,মেজবাউল আলম আশেক,সংবর্ধিত অতিথি,ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার নুপুর,উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা মোঃ জানে আলম,মোহাম্মদ ফিরোজ, রফিকুল বারী,মঈন উদ্দীন আশেক,মোঃ ফারুক,জামাল মিয়াজী,সালা উদ্দীন,রমজান মেম্বার,মাওলানা আনিছুর রহমান,পিকলু কুমার দে,রাকিব সহ আরো অনেকে।সভাপতিত্বে করেন,ফটিকছড়ি সাবেক ভাইস চেয়ারম্যান,এডভোকেট উত্তম কুমার মহাজন।উক্ত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য,শিক্ষক, সমাজকর্মী,রাজনৈতিক ব্যাক্তি,পল্লী চিকিৎসক,প্রবাসী, সংবাদিক সহও গ্রামের সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।এই সময় ফটিকছড়ি সহ কাঞ্চন নগর ইউনিয়নকে সুন্দর করে সাজানোর প্রতিটি পদক্ষেপের কথা তুলে ধরেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরি।
মন্তব্য