মোঃ জুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি>>> সমবায়ে গড়বো দেশ,বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।আজ শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলমগীর ভূঁঞা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত ) মো. শহিদুল ইসলাম ।সমবায়ী এনামুল হক তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুমিনুল ইসলাম,কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি ও অনিবার্ণ কো অপারেটি ক্রেডিট ইউনিয়ন লি: সাধারণ সম্পাদক শেখ শামীম ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান. উপজেলা আনসার ভিডিপির সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম, পল্লীসেবা বহুমুখী সমবায় সমিতির সহ-সভাপতি আনোয়ারুল হক,শতদল সমবায় সমিতির সভাপতি মোঃ ইজ্জত আলী, জনতা সমবায় সমিতির সভাপতি শাহীন মিয়া ও শুনই শ্রমজীবী সমবায় সমিতির সভাপতি মো.সফিকুল ইসলাম প্রমূখ।
মন্তব্য