কলমে:- নাজিম উদ্দীন >>>
————————————–
ছুটে চলে পাগলা ঘোড়া
ধরবে তারে কে,
আয়েশ করে বসে আছে
ধরবে তারে যে।
লাগাম ছাড়া ঘোড়া চলে
বাঁধা নাহি পায়,
তীর বেগে চলে ঘোড়া
এধার ওধার যায়।
লাথি খেয়ে কেউ পড়ে
খাদের কিনারায়,
কেউবা আবার লাথি খেয়ে
জীবনটা হারায়।
ঘোর দৌর দেখা যায়
হাটবাজারে গেলে,
সকালে যাহা কুড়ি টাকা
ষাট টাকা বিকেলে।
মাংস ছিল তিনশো টাকা
হাজার টাকা এখন,
পেঁয়াজ হল একশো কুড়ি
যখন পেঁয়াজের সিজন।
সব জিনিসের দাম বেড়েছে
কেন এমন হলো,
জনগণ জানতে চায়
কর্তৃপক্ষ বলো।
*************
মন্তব্য