প্রেস বিজ্ঞপ্তি ঃ অধ্যাপক ডা. মোহাম্মদ কামাল উদ্দিন, সভাপতি, কনজিউমার রাইটস বাংলাদেশ (সিআরবি), চট্টগ্রাম বিভাগীয় শাখা কমিটি। ইতিপূর্বে আমি উক্ত সংগঠন এর লোহাগাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি ছিলাম। দীর্ঘদিন উক্ত সংগঠনের সাথে সংশ্লিষ্ট থেকে বুঝতে পারলাম যে, শাখা ও সদস্য বৃদ্ধির নামে কার্ড বিক্রি করে ‘মহাসচিব’ কে টাকা কামিয়ে দেয়া ছাড়া এ্যাক্টিভিস্টদের আর তেমন কোন কাজ নেই। সংঘটন এর কেন্দ্রীয়, বিভাগ, জেলা ও উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য পদের জন্য কোন শিক্ষাগত যোগ্যতা নির্ধারিত না থাকায় শুধুমাত্র কার্ড কিনে পদাসীন হয়ে গেছে অযোগ্য ও অশিক্ষিত বহু লোক। মাদকদ্রব্য বেচাকেনার অভিযোগ ও রয়েছে অনেকের বিরুদ্ধে। শাখা ও সদস্য বৃদ্ধির নামে কার্ড বেচে ‘মহাসচিব’কে বেশী বেশী টাকা কামিয়ে দেয়াটাই এখানে একমাত্র যোগ্যতা।
সংগঠন এর কেন্দ্রীয় কোন কমিটি নেই। যার কারনে এখানে মেধার স্বাক্ষর রাখারও কোন সুযোগ নেই।
ডিজাইনার সবুজ রায়হান
আমৃত্যু মহাসচিব। তিনিই এখানে সর্বেসর্বা। তার সিদ্ধান্তই এখানে চুড়ান্ত। যেকাউকে, যেকোন সময় ঢুকাতে ও বের করতে পারেন তিনি। সব মিলিয়ে এক হযবরল অবস্থা।
দেশের ও জনগনের কোন উপকারে না এসে শুধুমাত্র কার্ড বিক্রি করে মহাসচিবকে টাকা যোগাড় করে দেয়াকে নিজের বিবেকের কাছে নিজেকে অপরাধী মনে হচ্ছে। বিবেকের ধ্বংসনে এমন অস্তিত্বহীন ও লক্ষ্য উদ্দেশ্য হীন সংঘটন থেকে সরে যাওয়া সমীচীন মনে করছি।
এমতাবস্থায় সিআরবি, চট্টগ্রাম বিভাগীয় সভাপতির পদ থেকে এই মুহুর্তে আমি পদত্যাগ করছি।
মন্তব্য