২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে ১৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী আটক নোয়াখালীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙ্গচুর লুটপাট,আহত-২ লোহাগড়ায় যুবদলের উদ্দেগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রবাসীদের স্বার্থ রক্ষায় একজন নিবেদিত মানুষের নাম রিয়াজুল ইসলাম কাওছার। আজ তার শুভ জন্মদিন। ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার খতমে কুরআন-আলোচনা সভা ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা ফটিকছড়িতে দিনে-দুপুরে ফ্ল্যাট বাসার তালা ভেঙে চুরি নড়াইলের আমাদা কলেজে ষষ্ঠবার্ষিকী পিঠা উৎসব অনুষ্ঠিত সাঙ্গু ইউনিয়ন চট্টগ্রাম এর প্রতিবাদ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত। তানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
আন্তর্জাতিক:
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> কক্সবাজার >> চট্টগ্রাম >> দেশজুড়ে >> বিনোদন
  • ‘কক্স ওয়েস্ট ইন’ হোটেলে পর্যটক দম্পতিকে হয়রানীর অভিযোগ
  • ‘কক্স ওয়েস্ট ইন’ হোটেলে পর্যটক দম্পতিকে হয়রানীর অভিযোগ

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    আবদুর রাজ্জাক, কক্সবাজার।। কক্সবাজারে ‘কক্স ওয়েস্ট ইন’ নামিয় হোটেলে আমেরিকা প্রবাসী এক দম্পতিকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। ব্যাগ তল্লাশীর নামে মূল্যবান ব্যবহৃত জিনিসপত্র ও ডলার চুরির অভিযোগ তুলেছে এই প্রবাসী দম্পতি।গত ২০ই জুন কক্সবাজার হোটেল মোটেল জোন এলাকায় ‘হোটেল কক্স ওয়েস্ট ইন’ এ ৬০৩ নম্বর হোটেল কক্ষে উঠেন এক পর্যটক দম্পতি। ২১ই জুন সকাল ১১টায় যথাসময়ে উক্ত দম্পতি হোটেল কক্ষ চেক আউট করেন। এবং ব্যাগ হোটেল রিসেপশনে রেখে বাহিরে একটি রেস্তোরাঁয় লাঞ্চ করতে চলে যান। লাঞ্চ করে হোটেলে ফিরলেই বাধে বিপত্তি।হোটেল কর্তৃপক্ষ প্রথমে পর্যটক দম্পতির বিরুদ্ধে টাওয়াল চুরির অভিযোগ তুলে। ব্যাগ তল্লাশীর জন্য জোর জবরদস্তি শুরু করে এক প্রকার। প্রায় ১ঘন্টা পর্যটক তার অবস্থান বুঝানোর চেস্টা করে ব্যর্থ হয়ে পর্যটক দম্পতি ব্যাগ তল্লাশীর অনুমতি দেন। তবে শর্ত জুড়ে দেন মহিলা দ্বারা যেন মহিলা পর্যটকের ব্যাগ তল্লাশী করা হয়। দীর্ঘ তল্লাশী শেষে ব্যাগে টাওয়াল না পেলেও হোটেল কর্তৃপক্ষের তৎসময় দায়িত্বে থাকা কর্মকর্তারা লোভ সামলাতে পারেনি। ব্যাগ তল্লাশীর নামে দুর্দান্ত চুরি কার্জ সম্পাদন করে তারা। ব্যাগে থাকা মূল্যবান ক্যাশ ডলার ও একটি হাতের ব্রেসলেট নিয়ে ফেলে।এমন পরিস্থিতি থেকে আত্মসম্মান রক্ষার্থে এই পর্যটক দ্রুত হোটেল ত্যাগ করে। তারা চট্রগ্রাম নিজ বাড়িতে ফিরে ব্যাগ তল্লাশী করে যেন চক্ষু চড়কগাছ। ব্যাগে নেই মূল্যবান ১হাজার মত ডলার ও একটি ব্রেসলেট।তৎক্ষণাৎ ওই পর্যটক কক্সবাজারে মুঠোফোনে এক বন্ধুকে বিষয়টি জানান। তার বন্ধু দ্রুত গিয়ে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করে ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে।তিনি জানান, সব সিসিটিভি ফুটেজে আমি দেখি ও বিশ্লেষণ করি। তারা পর্যটকের সাথে খুবি খারাপ আচরন করেছে। সামান্য দুটি টাওয়েল চুরির দ্বায় এনে ব্যাগ তল্লাশীর নাম দিয়ে তারা কুকর্ম করেছে। ফুটেজে দেখা যায় ব্যাগ চেকিং এমন একটি কক্ষে করা হয় যেখানে সিসিটিভি ক্যামরা নাই। এমনকি পর্যটক নারীর ব্যাগটিও পুরুষ দ্বারা তল্লাশী করে যা পর্যটক হয়রানীর জন্য যথেষ্ট বলে মনে করি।হেনস্তার শিকার পর্যটক শেখ মোঃ আলী রনি বলেন, হোটেল কর্তৃপক্ষের এই হেনস্তার কারনে আমরা মানষিকভাবে খুবি কষ্ট পেয়েছি। তাদের অনেক অনুরোধ করার পরেও তারা ব্যাগ তল্লাশীর নামে ডলারও ব্রেসলেট চুরি করেছে। আমি পর্যটক সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। বিষয়টি সঠিক তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক আর যেন কেউ এইরকম হয়রানির শিকার না হয়।হোটেল কক্স ওয়েস্ট ইন এর জেনারেল ম্যানেজার আবুল হোসাইন মিলনকে মুঠোফোনে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ওসময় তিনি হোটেলে উপস্থিত ছিলেন। পর্যটক দম্পতির বিরুদ্ধে হাউজ কিপিং বয় টাওয়াল চুরির অভিযোগ তুলেন। হোটেল ডেস্কে থাকা কর্মকর্তারা ব্যাগ তল্লাশী করে। পর্যটক হোটেল ত্যাগ করে সন্ধ্যায় নিজ বাড়িতে চলে যান। পরের দিন শুনি ওই পর্যটকের ব্যাগ হতে কিছু জিনিস খুঁজে পাচ্ছেনা। ব্যাগ তল্লাশী করার রুমে সিসিটিভি ফুটেজ নেই ও এমনভাবে পর্যটন হয়রানীর ব্যাপারে তিনি কোন সদোত্তর দিতে পারেনি।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page