আব্দুল্লাহ আল মারুফ>>> কক্সবাজার সদর মডেল থানায় ইলিয়াস খানকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওসি ফয়জুল আজিম নোমানকে ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন,ওসি ফয়জুলকে সদর থানা থেকে প্রত্যাহার করার আদেশ আমরা পেয়েছি।দ্রুত সময়ের মধ্যে তাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে।সম্প্রতি নানাকাণ্ডে কক্সবাজারে সমালোচিত ছিলেন তিনি।এই দিকে গত ৫ দিন আগে,চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়,কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
মন্তব্য