কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিঙ্ক রোড দক্ষিণ মুহুরী পাড়ায় রাতের আধারে একটি সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাতে ঝিলংজা ইউনিয়নের দক্ষিণ মুহুরী পাড়ায় এই ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০১ মে) রাতে উখিয়া এলাকার মোবারক ড্রাইভার তার সিএনজিতে যাত্রী নিয়ে ঝিলংজা ইউনিয়নের লিংক রোড, ৪ নং ওয়ার্ড় দক্ষিণ মুহুরী পাড়ায় আসলে ওই এলাকার মৃত আবদুর রহিম ছেলে শাহাদত করিম (২৫), মোজাফফর আহমদের ছেলে মো: শফি (৩০), ফেরদৌসের ছেলে এহছান (২৩) ও দক্ষিণ জানারঘোনা ৩ নং ওয়ার্ড়ের মৃত আলী আহমদের ছেলে বেলাল (২২) এর নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে সিএনজিটি গতিরোধ করে গভীর পাহাড়ি এলাকায় নিয়ে গিয়ে যাত্রী ও সিএনজি চালককে বেদম মারধর করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে সিএনজি সহ তাদের আটকিয়ে রাখে । পরে শুক্রবার দুপুরে লিংক রোডের সিএনজি মালিক সমিতির সভাপতি এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে।
জানা যায় এই সিন্ডিকেট চক্রটি বিভিন্ন সময় রাতের আঁধারে অনেক সিএনজি গাড়ি ছিনতাই করে ড্রাইভার যাত্রীদের জিম্মি করে মুক্তিপন আদায় করে বলে এলাকাবাসীরা জানান।।
এ ব্যাপারে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।।
মন্তব্য