আল-আমিন হোসেন, নিজস্ব রাজশাহী প্রতিনিধি>>
উত্তরবঙ্গের শ্রেষ্ঠ অরাজনৈতিক সামাজিক সংগঠন জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের আমেরিকা শাখার আহবায়ক প্রকৌশলী শামসুল আলম রাজশাহী প্রেসক্লাবে সংগঠনটির সভাপতি জননেতা সাইদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। মতবিনিময়ে তিনি সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বলেন জনে জনে জনতা’ গড়ে তোলা একতা। শনিবার দুপুর ১২টায় আকস্মিকভাবে ছেলেকে সঙ্গে নিয়ে এসে এ সাক্ষাৎ করেন তিনি।এ সময় মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ওয়ালিউর রহমান বাবু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আসলাম-উদ-দৌলা, সহঃ সভাপতি সালাউদ্দীন মিন্টু, ২৫ নম্বর ওয়ার্ড আহবায়ক মো. ইউসুফসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনটির সার্বিক বিষয়ে খোঁজখবর নিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাহসী অবস্থানে দৃঢ় থাকার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
মন্তব্য