২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ |
  • প্রচ্ছদ
  • আন্তর্জাতিক >> চট্টগ্রাম >> চট্টগ্রাম >> জাতীয় >> দেশজুড়ে
  • আইআইইউসি আইন বিভাগের ৩৫ তম ব্যাচ ফিমেল শাখার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
  • আইআইইউসি আইন বিভাগের ৩৫ তম ব্যাচ ফিমেল শাখার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>>আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর আইন বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান, আলোচনা সভা ও মানপত্র পাঠসহ নানা আয়জনের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আইন বিভাগের উদ্যোগে বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করা হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ডক্টর মাহি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির রেজিস্ট্রারার জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব ইফতেখার উদ্দিন এবং আইআইইউসি ফিমেল একাডেমিক জোনের কো অর্ডিনেটর মিসেড ফারহানা ইয়াসমিন চৌধুরী। গবেষণায় শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ডক্টর মাহি উদ্দিন বলেন আইআইইউসির চরিত্র হল এই বিশ্ববিদ্যালয় আধুনিক ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ তৈরিতে বদ্ধপরিকর। তোমরা স্বপ্ন দেখো, এমন স্বপ্ন দেখো, যা তোমাদের ঘুমাতে না দেয়। গরিব অসহায় বিচার প্রার্থীদের হারানো অধিকার ফিরিয়ে দিতে তোমরা একনিষ্ঠভাবে কাজ করে যাবে, তাহলেই তোমরা স্বপ্নের মতো বড় হবে, তোমাদের জীবনের লক্ষ্য অর্জিত হবে। বিশেষ অথিতির বক্তব্যে জনাব আ ফ ম আখতারুজ্জামান কায়সার বলেন, তোমরা এমন বিভাগে পড়তে এসেছ যার পদচারনা সকল ক্ষেত্রে রয়েছে, আইন এমন একটি প্রয়োগিক বিষয় যা পড়াশোনা করে সব জায়গায় বিচরণ করতে পারবে।
    আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান জনাব মঞ্জুর হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় এর প্রক্টর জনাব ইফতেখার উদ্দিন, ফিমেল একাডেমিক জোনের কো- অর্ডিনেটর ফারহানা ইয়াসমিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদায় সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক ও আইন বিভাগের সহকারী অধ্যাপিকা জনাবা ফয়জুন্নেসা তরু, আইন বিভাগের ফিমেল কো অর্ডিনেটর সুফিয়া খানম। অনুষ্ঠানে আইন বিভাগের সাবেক সভাপতি ও সহকারী অধ্যাপক জনাব রিদওয়ান গনী, সহকারি প্রক্টর এডভোকেট মোঃ নাছির উদ্দিন, মিসেস তাসলিমা খানম, ডঃ মুহাম্মদ সাইফুল ইসলাম সহ বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। আইন বিভাগের প্রভাষক মিসেস নুসরাত জাহানের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী ফাতেমা নাজনীন ও মাইশা ফারজানা নাহিয়ান।

    মন্তব্য

    <img class=”alignnone size-full wp-image-29676″ src=”https://bdsangbadpratidin.com/wp-content/uploads/2024/05/IMG_20240503_224849-2.jpg” alt=”” width=”100%” height=”auto” />

    আরও পড়ুন

    You cannot copy content of this page