আজিজুল ইসলাম,নেছারাবাদ,পিরোজপুর >>> পিরোজপুর-২ (নেছারাবাদ–কাউখালী–ভাণ্ডারিয়া) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদের সোহাগদল ইউনিয়নে নেছারাবাদ উপজেলার সর্বস্তরের জনগণ ব্যানারে শনিবার (২২ নবেম্বর) রাত ১০ টার দিকে এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়।ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা এ মিছিলে অংশগ্রহণকারীরা হাতে মশাল ও ব্যানার নিয়ে দাবি জানান-বিতর্কিত ও বারবার জামানত হারানো পরিবারের কাউকে প্রার্থী হিসেবে নয়; পরিবর্তে যোগ্য ও জনপ্রিয় নেতাকে মনোনয়ন দিতে হবে। ব্যানারে উল্লেখ ছিল, “আলহাজ্ আহমদ সোহেল মনজুর সুমনকে পরিবর্তন করে যেকোনো জনপ্রীতিশীল নেতাকে মনোনয়ন দেওয়া হোক।”মিছিলে উপস্থিত কর্মীরা পিরোজপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেনকে প্রার্থী করার দাবি জানান। এসময় “মাহমুদ হোসেনকে চাই” ও “ত্যাগী নেতার জয় হোক”- এমন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। নেতা–কর্মীরা জানান, জনপ্রিয় ও যোগ্য নেতাকে মনোনয়ন নিশ্চিত করতে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।











মন্তব্য