২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে মেজরের নামে বিকাশে ঘুষের টাকা লেনদেন,এসআইয়ের ভেল্কিবাজিতে ভুক্তভোগীর ৬০ হাজার টাকা উধাও পুঠিয়ায় অনৈতিক কাজে এসে স্থানীয়দের হাতে আটক নারী-পুরুষ সার সিন্ডিকেট বন্ধের দাবিতে তানোরে” কৃষক সমাবেশ” রাঙ্গুনিয়া আসনে এলডিপি’র মনোনয়ন আমরা পেয়েছি, জোটের মনোনয়নও পাবো-রাঙ্গুনিয়ায় বিশাল সমাবেশে সাবেক এমপি নুরুল আলম রাঙ্গুনিয়ার “শিলক মিনা গাজী টিলা ঐক্য পরিষদ” এর জনসভা অনুষ্ঠিত বিএডিসির ডাগওয়েল নির্মাণ: চট্টগ্রামে কাজ না করেই ২২ লাখ টাকা উত্তোলন রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা  রাজশাহীতে নিখোঁজের পর তরুণের লা’শ উদ্ধার রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২ পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
  • প্রচ্ছদ
  • অন্যান্য
  • পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
  • পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন

    বান্দরবান প্রতিনিধি >>> পার্বত্য চট্টগ্রামে জোরপূর্বক খ্রিষ্টান রাষ্ট্র প্রতিষ্ঠার মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালন করেছে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা।শনিবার (২৫ অক্টোবর) সকালে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে ‘সর্বস্তরের খ্রিষ্টান সম্প্রদায়, বান্দরবান পার্বত্য জেলা’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে জেলার বিভিন্ন চার্চ ও গির্জার পাদ্রি, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খ্রিষ্টান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।বান্দরবান জেলা পরিষদের সদস্য লাল জার লম বম এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ত্রিপুরা সম্প্রদায়ের নেতা জন ত্রিপুরা, ধিরেন্দ্র ত্রিপুরা, খুমি সম্প্রদায়ের নেতা লেলুং খুমি প্রমুখ।বক্তারা বলেন, সম্প্রতি কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘পার্বত্য চট্টগ্রামে খ্রিষ্টানরা স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে’— এমন ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এসব মিথ্যা অপপ্রচার পাহাড়ে বসবাসরত খ্রিষ্টান জনগোষ্ঠীর মধ্যে ঘৃণা, বিভাজন ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করছে।বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি নষ্টের উদ্দেশ্যে পরিচালিত এসব অপপ্রচার রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page