মোঃ দিদারুল ইসলাম,পেকুয়া >>> কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার এক শিশু বঙ্গোপসাগরের মোহনায় ডুবে নিহত হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুর ১ টায় বঙ্গোপসাগরে চ্যানেলের মগনামা লঞ্চ ঘাটের উত্তর পাশে ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শতঘেনা স্লুইচগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিখোঁজ শিশু সাখাওয়াত হোছাইন চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকার রেজাউল করিমের শিশু পুত্র। শিশুর পিতা রেজাউল করিম পেশায় একজন জেলে। মগনামায় বোটের মাধ্যমে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরের দিকে স্লুইচগেটের পাশে বেশ কয়েকজন ছেলেদের সাথে সাখাওয়াত হোছাইন অপিও পানিতে খেলছিল। তখন নদীতে ভাটা শেষ হয়ে জোয়ার হওয়ার সময় ছিল। হঠাৎ করে সে স্রোতের মধ্যে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় পরে পেকুয়া ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন দীর্ঘ সময় খোঁজাখুজি করেও তাদের ডুবুরি না থাকায় এখনো নিখোঁজ শিশুকে উদ্ধার করতে পারেনি বলে জানা যায়।মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন, দুপুরের দিকে বঙ্গোপসাগরের চ্যানেলের পশ্চিম শতঘোনা এলাকায় এক শিশু খেলার সময় নিখোঁজ হয়ে যায়। এখনো উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কাজ করছে।পেকুয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তাদের ডুবুরি না থাকায় এখনো নিখোজ শিশুকে উদ্ধার করতে পারেনি। চট্টগ্রাম থেকে ডুবুরি দল রওনা দিয়েছে। ডুবুরি দল এসে পৌঁছলে উদ্ধার অভিযান পুনরায় শুরু হবে।
মন্তব্য